খুলনা ডেস্ক:
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আয়োজন করা হয়েছে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় ২৪ মে অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।
বিকাল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বয়স ও শ্রেণিভিত্তিক ভাগ করা হয়েছে তিনটি গ্রুপে। আবৃত্তি প্রতিযোগিতার জন্য ‘ক’ বিভাগে অংশ নেবে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা, যারা পাঠ করবে নজরুলের জনপ্রিয় কবিতা "লিচু চোর"। ‘খ’ বিভাগে (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি) নির্বাচিত হয়েছে "সংকল্প" কবিতা এবং ‘গ’ বিভাগে (সপ্তম থেকে দশম শ্রেণি) আবৃত্তি করা হবে "নারী" কবিতা।
রচনা প্রতিযোগিতার ক্ষেত্রেও রয়েছে আলাদা বিষয় ও শব্দসীমা। ‘খ’ বিভাগের অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত হয়েছে “বিদ্রোহী কবি নজরুল” বিষয়টি, যেখানে রচনার সর্বোচ্চ শব্দসীমা ৬০০। ‘গ’ বিভাগে অংশগ্রহণকারীরা লিখবে “নজরুলের সাহিত্যে বাংলাদেশ” বিষয়ক রচনা, যার সীমা ৮০০ শব্দ।
রচনাগুলো স্বহস্তে লিখে জমা দিতে হবে ২৪ মে দুপুর ১২টার মধ্যে, বাংলাদেশ শিশু একাডেমি খুলনা অফিসে। রচনার প্রথম পাতায় অবশ্যই প্রতিযোগীর নাম, পিতা-মাতার নাম, শ্রেণি, বিদ্যালয়ের নাম ও যোগাযোগ নম্বর লিখে দিতে হবে।
আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনুষ্ঠান শুরুর কমপক্ষে ২০ মিনিট আগে উপস্থিত থেকে নাম নিবন্ধন করতে হবে।
দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি হবে বিকাল ৫টায় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা ও সাহিত্যচর্চা তুলে ধরতে শিশুদের অংশগ্রহণে এই আয়োজন নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।