স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে SSC-1995 BATCH (DHAKA ZONE) সমগ্র বাংলাদেশ ফেসবুক গ্রুপের ব্যানারে এক আনন্দঘন ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে ছিল বাংলা নববর্ষকে কেন্দ্র করে সেলফি প্রতিযোগিতা*,পুরস্কার বিতরণ অনুষ্ঠান*, এবং নতুন মডারেটর বন্ধুদের সংবর্ধনা*।
অনুষ্ঠানে অংশ নেন গ্রুপের বিভিন্ন জেলার সদস্যরা। সবার প্রাণবন্ত অংশগ্রহণ ও আন্তরিকতায় পরিবেশ হয়ে উঠে উৎসবমুখর।
গ্রুপের অন্যতম এডমিন বন্ধু মিরাজ হোসেনের অর্থায়নে সার্বিক সহযোগিতায় ও তার ডাকে সারা দিয়ে, যেমন খুশি তেমন সেলফি প্রতিযোগিতায়* অংশগ্রহণকারী অনেকেই তাদের রঙিন ও বৈচিত্র্যময় ছবি গ্রুপে পোস্ট করেন, লাইক কমেন্টস এর উপরে ভিত্তি করে বিচারকদের রায় অনুযায়ী বিজয়ীদের হাতে,গ্রুপের মডারেটর সালমা বুটিকের পণ্য পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়, মেয়ে বন্ধুদের মধ্যে প্রথম স্থান অধিকার করে~বিলকিস বিথী, দ্বিতীয় স্থান~নার্গিস আক্তার,তৃতীয় স্থান অধিকার করে~মিলি মানহা এবং ছেলে বন্ধুদের মাঝে প্রথম স্থান অধিকার করে বন্ধু~এবি মোতালেব হোসেন দ্বিতীয়~মোঃ ইলিয়াস তৃতীয় স্থান অধিকার করে~ সাব্বির আহমেদ মাসুম। যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল।
এছাড়া, গ্রুপের পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন কয়েকজন মডারেটরকে সংবর্ধনা জানানো হয়। গ্রুপের প্রাক্তন মডারেটর,মোঃ মনির মল্লিক, সালমা বেগম, রুবেল আল মামুন, দীপা দীপা, নতুন মডারেটর।
মোঃ বাবু (ফরিদপুর), সেলিনা আক্তার লিপি (মুন্সিগঞ্জ) মোঃ আলমগীর হোসেন (চাঁদপুর), শাহানারা পারভিন (নরসিংদী), মেঃ ইসমাইল ফরাজী (মুন্সিগঞ্জ), শারমিন চৌধুরী (মানিকগঞ্জ), হীরা (ফরিদপুর) শারমিন আক্তার (বাড্ডা) ও দীপক দাস (বাসাব) সহ আরেক বন্ধু আব্দুর রহমান তারাকে মডারেটর হিসেবে ঘোষণা করে, বন্ধুদের হাতে স্মারক ফুলের শুভেচ্ছা তুলে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্রুপের উপদেষ্টা এডমিনরা,ভবিষ্যতে গ্রুপ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইফতারি ও চায়ের বিরতির পরে, গ্রুপের উপদেষ্টা এডমিন মডারেটর গ্রুপ এক্সপার্ট,সহ উপস্থিতির মধ্যে আলোচনা সাপেক্ষে। ডাক্তার মোহাম্মদ আলী, সাজেদুল ইসলাম (দাদাভাই)। মোঃ মোর্শেদ হোসেন। ডলি হাসান। আব্দুল লতিফ মোঃ তানজিল বিল্লা। রশিদুজ্জামান রশিদ। বন্ধুদেরকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করে।
গ্রুপের উপদেষ্টাব আনোয়ার হোসেন ও শামসুল সুমন বন্দুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে, দূরদূরান্ত থেকে আগত বন্ধুদেরকে নিয়ে রাত্রের খাবার শেষ করে সকলে বিদায় নেয়।
গ্রুপের সকল সদস্য এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আশা ব্যক্ত করেন।
গ্রুপের প্রতিষ্ঠাতা ক্রিয়েটর অ্যাডমিন মোঃ জহিরুল ইসলাম লিখন সকল উপদেষ্টা, এডমিন মডারেটর,গ্রুপ এক্সপার্ট সহ সকলের উপস্থিতি,সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সুন্দর হওয়ায় কৃতজ্ঞতা শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করে।