রবিবার, মে ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অমৃতসরে বিদ্যুৎ সংযোগ ফিরলেও রেড অ্যালার্ট বহাল   * চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠেছে ৩০ মিক্সার লরি   * খুলনার বাজারে বেড়েছে সবজির দাম   * মোংলা বন্দরের সঙ্গে রেল সংযোগ না থাকায় আগ্রহ হারাচ্ছেন নেপালি ব্যবসায়ীরা: ঢাকায় নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত   * যুদ্ধ উত্তেজনায় স্থগিত PSL, আজ বিকেলেই দেশে ফিরছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন   * খুলনায় ছাত্র ও জনতার বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিববাড়ি মোড়ে অবরোধ কর্মসূচি   * সুন্দরবনে চোরা শিকারের অভিযান ভেস্তে গেল, ৪২ কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ   * এক রাতেই দুই খামারে ভয়াবহ ধ্বংস: লাখো টাকার মাছ ও মুরগির বাচ্চা নিধন   * কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার   * বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করলেন মেয়ে  

   সারাবাংলা
চরভদ্রাসন পশু ডাক্তার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
  Date : 27-07-2023
Share Button

নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর মজিদ খার ডাংগী এলাকায় ভুয়া পশু চিকিৎসক পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে । এ দিকে উক্ত এলাকায় গরু খামারিদের কাছ থেকে হাজার হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার নামে।

এক ই গ্রামের উজান সালিপুর কলোনির বিল্লাল, খান গত ২৬ জুলাই জানান, আমার একটা গরু অসুস্থ হয়ে গেলে আমি পাশের বাড়ি থেকে ডেকে আনি রায়হান ডাক্তারকে। তিনি বলেন, চারদিন গরু চিকিৎসা দিতে হবে। কিন্তু গরুর চিকিৎসা দেয়ার পরে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। রায়হান ডাক্তারকে ফোন করলে সে আমার ফোন রিসিভ করে নাই। গরুটা প্রতিবন্ধী ব্রাক থেকে আমাকে দেয়। গরুটা যখন মরে যায় যায় ভাব তখন আমার মাথা ঠিক ছিল না। আমি গরুটাকে বাঁচানোর জন্য হাটকৃষ্ণপুর থেকে আমার এক পরিচিত পশু চিকিৎসককে নিয়ে আসি। চিকিৎসক এক দিন চিকিৎসা দেয় ও ১০ দিনের ঔষধ দেয়। এরপর ২৪ ঘন্টার ভিতর আল্লাহ আমার গরুটাকে অনেক সুস্থ করে দেন। পরের দিন ঔ ভুয়া ডাক্তার রায়হান আমার গরুর কাছে আবার আসে বলেন, কি ব্যাপার গরু হঠাৎ করে সুস্থ হয়ে গেল। আপনারা কি অন্য ডাক্তার এনেছিলেন। তার ফোন নম্বর দিন তাকে আমি কৃষ্ণপুর থেকে তুলে নিয়ে আসবো। আমার এলাকায় কেউ এলে আমাকে টাকা না দিয়ে আসতে পারবে না।


ওই ডাক্তারকে আমি আমার এলাকায় আসতে নিষেধ করেছি। সেই চিকিৎসকের সাথে ফোনে অনেক উত্তেজিত কথা বলেন রায়হান। একপর্যায়ে তাকে অনেক হুমকি দেয়া হয়। বিল্লাল খান জানান, আমাকে আমার বাড়িতে গিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে; কিন্তু আমি একটা প্রতিবন্ধী লোক আমার দুটো পা নেই। এ সময় ঘটনার স্থানে ছুটে আসে এলাকার বেশ কয়েকজন।


লোকজন স্থানীয়রা এই পঙ্গু মানুষটার সাথে যে ধরনের বেয়াদবি করেছে রায়হান, তাকে আটকানোর চেষ্টা করলে সে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে সাংবাদিকদের বলেন, আপনারা যা পারেন তাই লিখেন, আমার কিছু যায় আসে না। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসী চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ ও উপজেলার প্রাণী সম্পদ অফিসারের কাছে কঠিন বিচার প্রত্যাশা করছে।



  
  সর্বশেষ
বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ হলো
ট্রান্সশিপমেন্টের বাইরে: ভারতের মাধ্যমে রপ্তানি কার্গোর প্রকৃত কারণগুলো খতিয়ে দেখা
কেওয়াটখালী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে ভয়ানক অনিয়ম
সড়ক পরিবহন আইন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com