খুলনা ডেস্ক:
রাশিয়ার পূর্বাঞ্চলের কুড়িল দ্বীপপুঞ্জে ভয়াবহ ৮.৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তীতে সৃষ্ট সুনামির ঘটনায় অঞ্চলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার ভোরে প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া এই শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর অংশে অবস্থিত কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, ভূমিকম্পের প্রভাব সরাসরি পড়ে সেভেরো-কুরিলস্ক শহরে, যেখানে সুনামির প্রথম ঢেউ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রায় ২,৫০০ জনের বসবাসকারী এই শহরের লোকজনকে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি নির্দেশনা দেওয়া হয়।
সাখালিন সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প এবং পরবর্তীতে সৃষ্ট জলাবদ্ধতা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির কারণে কুড়িল দ্বীপপুঞ্জের উত্তরাংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরজুড়ে বিভিন্ন ভবন ও স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প সংঘটিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেভেরো-কুরিলস্ক উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সুনামি ও ভূমিকম্পের এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের অন্যান্য দেশগুলোর উপকূলীয় এলাকাগুলোর জন্য।