মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিখোঁজের ৩ দিন পর লেকে মিলল সাবেক ঢাবি শিক্ষার্থীর মরদেহ   * রাজধানীর উত্তরায় পাথরবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থীসহ তিনজন নিহত   * দেশজুড়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’, উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা   * বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ আপিল বিভাগে স্থগিত   * কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু   * ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প, চুক্তি প্রত্যাখ্যানের ইঙ্গিত   * ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই, শেষ হল নিঃস্বার্থ জীবনের অধ্যায়   * তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, ইসরায়েলি হামলায় নিহতদের শ্রদ্ধায় লাখো মানুষের ঢল   * ‘গ্রামীণ ব্যাংক’ থেকে নোবেল—ড. ইউনূসের জীবনের ৮৫ বছরের গল্প   * ৪২ বছর বয়সে না–ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা  

   সারাবাংলা
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী ও শিক্ষার্থী নিহত
  Date : 25-06-2025
Share Button

খুলনা ডেস্ক:

মেহেরপুরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যেখানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা এবং এক এইচএসসি পরীক্ষার্থী। বুধবার ২৫ জুন, সকাল ১০টা ৪৫ মিনিটে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাহফুজুর রহমান, যিনি গাংনী উপজেলা কার্যালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন আকমল হোসেন, যিনি মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন এইচএসসি পরীক্ষার্থী। আকমলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে হলেও পড়ালেখার জন্য তিনি মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানাবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান মোটরসাইকেলযোগে গাংনী অফিসের উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে আকমল হোসেন শহরের দিকে যাচ্ছিলেন। বন বিভাগের সামনে পৌঁছানোর পর তাদের মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মেহেরপুরে শোকের ছায়া নেমে এসেছে। সড়কে নিরাপত্তা এবং সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি, যেন আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারিয়ে না ফেলে।



  
  সর্বশেষ
নিখোঁজের ৩ দিন পর লেকে মিলল সাবেক ঢাবি শিক্ষার্থীর মরদেহ
রাজধানীর উত্তরায় পাথরবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থীসহ তিনজন নিহত
দেশজুড়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’, উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা
বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ আপিল বিভাগে স্থগিত

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com