মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন বাস্তবায়নের দাবিতে খুলনায় স্মারকলিপি   * যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, বাসচাপায় নিহত পথচারী   * সাংবাদিক শামিম আহমদ আর নেই, ডিআরইউর সাবেক সভাপতির মৃত্যুতে শোক   * খুলনায় বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ, নজরুল ইসলাম মঞ্জু আলোচনায়   * ফরিদপুর- ভাংগা- বরিশাল মহাসড়কে পিচের বদলে ইটের সলিং   * বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে   * সন্ধ্যা ৬টার মধ্যে ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস   * সংস্কার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি চক্র: মির্জা ফখরুলের অভিযোগ   * গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু   * যশোর-চুকনগর মহাসড়কে পরিবেশ রক্ষায় একার লড়াই মিন্টুর  

   সারাবাংলা
সাতক্ষীরা কুশখালী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নাগরিক
  Date : 22-06-2025
Share Button

খুলনা ডেস্ক:

ভারত থেকে অবৈধভাবে যাওয়া ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সাতক্ষীরা জেলার কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার বিকেলে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এরপর রাত ৯টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, ফেরত আসা ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক এবং বিভিন্ন জেলা যেমন ঢাকা, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরার বাসিন্দা। তাঁরা সবাই কোনো না কোনোভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। কেউ কাজের উদ্দেশ্যে, কেউ চিকিৎসার প্রয়োজনে, আবার কেউ আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে গিয়ে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন।

জিজ্ঞাসাবাদের সময় আটক এক নারী জানান, তিনি ভারতে চিকিৎসা করাতে গিয়ে সেখানকার পুলিশের হাতে ধরা পড়েন। আরেক ব্যক্তি বলেন, তিনি প্রায় চার বছর আগে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন এবং সেখানেই ধরা পড়েন। তাঁদের প্রত্যেককে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, বিজিবি থেকে ফেরত পাওয়া ব্যক্তিদের থানায় রাখা হয়েছে এবং তাঁদের পরিবার-পরিজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে রোববার দুপুরের পর তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

এই ধরনের আন্তঃসীমান্ত মানব হস্তান্তরের ঘটনা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মবহির্ভূতভাবে বিদেশে প্রবেশের ফলে অনেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।



  
  সর্বশেষ
ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন বাস্তবায়নের দাবিতে খুলনায় স্মারকলিপি
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, বাসচাপায় নিহত পথচারী
সাংবাদিক শামিম আহমদ আর নেই, ডিআরইউর সাবেক সভাপতির মৃত্যুতে শোক
খুলনায় বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ, নজরুল ইসলাম মঞ্জু আলোচনায়

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com