খুলনা ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-মেয়ে। মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে পাগলু (থ্রি-হুইলার) চালাচ্ছিলেন বাবা আশরাফুল ইসলাম। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং তার নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা রুবাইয়া খাতুনও চিকিৎসার পথে মারা যায়। দুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী খোশবাজার এলাকায়, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে।
নিহত আশরাফুল ইসলাম (৫২) ছিলেন ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তার মেয়ে রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। মঙ্গলবার সকালে তারা যখন বাড়ি থেকে স্কুলের পথে রওনা দেন, তখনই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলসের একটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণ পাশে পৌঁছালে পেছন থেকে পাগলুতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক আশরাফুলের। গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোদা হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই দুর্ঘটনা স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়িয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।