অনলাইন ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. হাকিম উদ্দিন (৩০), মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)। এসময় তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরী পাড়ার ৩৬ নং ওয়ার্ড এলাকায় মোটরসাইকেলযোগে এসে পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হাকিম জানান, তিনি বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য, ২০২২ সালে চাকরিচ্যুত হন। চাকরি চলে যাওয়ার পর অপর গ্রেফতারদের সঙ্গে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করতেন। গ্রেফতার হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।