নিজস্ব সংবাদদাতা: গত ৩০ ডিসেম্বর save the Rivers Bangladesh Society SRBS এর চট্টগ্রাম জেলার ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনকরা হয়েছে।কমিটির সভাপতি আব্দুল্লাহ মজুমদার এবং সাধারণ সম্পাদক মির্জা ইমতিয়াজশাওন নির্বাচিত হয়েছেন। এই সময়ে উপস্থিত ছিলেনএসআরবিএস এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আনিসউররহমান আনিস এবং তথ্য ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজচাষী ।
এই সংগঠনের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন আ ফ মবোরহান ,মোঃ সাজ্জাদ উদ্দিন,হাবিবুর রহমান হাবিব , মোসলেউদ্দিন খান জুয়েল ,জায়েদ কায়সার, সৈকত বড়ুয়া অন্তু ,মোঃশাহজালাল, তানভীর উদ্দিন, সেলিমুজ্জামান মজুমদার, দেওয়ান লিটা, এডভোকেট জেসমিন আক্তার, আমির হোসেনআতিক ও মোঃ ইমরান ।