রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রেমিককে নিয়ে বালিশ চাপায় শিশুকে হত্যা করেন মা   * ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত   * ছাত্রলীগের বিচার দাবিতে গভীর রাতে শাহবাগ থানা ছাত্রদলের মিছিল   * দুদিন পর ঢাকার আকাশে দেখা মিললো সূর্যের   * ভেন্টিলেশন খোলা হলো, চলে গেলেন ‘দস্যু বনহুর’ নায়িকা   * বিয়ে করেছেন তাহসান   * ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ সংঘর্ষ, হাসপাতালে দুই ক্রিকেটার   * টেকনাফে এক বছরে অপহরণের শিকার দেড় শতাধিক মানুষ   * ১৬ দিন পর তুরাগ-উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার   * ফাইলেই বন্দি বগা সেতু নির্মাণ পরিকল্পনা  

   বিনোদন
নতুন বছরে চমক দেখাবে ঢালিউডের যেসব সিনেমা
  Date : 02-01-2025
Share Button

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুব একটা ভালো কাটেনি ২০২৪ সাল। ব্যবসায়িক সাফল্য যেমন ছিল ম্লান তেমনি সমালোচকদের মন জয় করতে পারা ছবির সংখ্যাও হাতে গোনা। তাই অনেক প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে ২০২৫ সাল। এই বছরে বেশ কিছু সিনেমা মুক্তির মিছিলে রয়েছে যেগুলো নিয়ে আশায় বুক বাঁধা যায়। সিনেমার মানুষ থেকে শুরু করে দর্শক, সবাই মুক্তির অপেক্ষা করছেন এমন কিছু সিনেমাও আছে তালিকায়। যার মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ আছে শীর্ষে।

এছাড়াও চলতি বছরে মুক্তির পর সাফল্য ও আলোচনার জন্ম দিতে পারে এমন সিনেমাগুলো নিয়ে লিখেছেন মইনুল ইসলাম-

গত বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ দেশবিদেশ মাতিয়েছে। দেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে ঝড় তুলেছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। এটি পরিচালনা করে হিট মেকার হিসেবে আবারও আলোচনায় আসেন রায়হান রাফি। চলতি বছরের ঈদুল আজহাতেও এই নায়ক-পরিচালক জুটি হাজির হবেন ‌‘তাণ্ডব’ নামের ছবি নিয়ে। যদিও ছবির বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ আছেন নায়ক-নির্মাতা। স্পষ্ট করে কেউই কিছু বলছেন না। তবে আশা করা হচ্ছে ছবিটি ঈদেই মুক্তি পাবে। আর ‘তুফান’ ছবির সাফল্যের রেশ ‘তাণ্ডব’-এও বহাল থাকবে বলে প্রত্যাশা সবার।

এই সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান ও ইধিকা পাল। বক্লবাস্টার হিট ‘প্রিয়তমা’ ছবির পর আবার দেখা যাবে তাদের কেমিস্ট্রি। তাদের সঙ্গে চমক হিসেবে থাকছেন টলিউডের যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহানও। ২০২৫ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

এক অভিনব নতুন লুকে ভক্তদের মাঝে ধরা দিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা সিয়াম আহমেদ। তাকে এই লুকে দেখা গেছে ‘জংলি’ নামের ছবিতে। দীর্ঘ বিরতির পর এই সিনেমা দিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন তিনি। এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে থাকছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক এম রাহিম।

ক্রাইম ঘরানার এ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এতে মূল আকর্ষণ হিসেবে রয়েছেন সংগীতশিল্পী বালাম। প্রথমবারের মতো দর্শকরা তাকে চলচ্চিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। নীলচক্র ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান প্রমুখ। পরিচালনা করেছেন মিঠু খান।

‘সুড়ঙ্গ’র পর ফের এই ছবি দিয়ে জুটি বেঁধেছেন আফরান নিশো ও তমা মির্জা। রোমান্স, ড্রামা ও অ্যাকশন ঘরানায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্রটি এ বছর যেকোনো একটি ঈদে মুক্তি পেতে পারে।

এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলে এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। চলতি বছরের শুরুর দিকেই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। যদিও তারিখ চূড়ান্ত হয়নি।

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাধন লিংকন প্রমুখ। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রথমে এর নাম ‘ফুটবল ৭১’ ঠিক করা হলেও পরবর্তীতে তা বদলে ‘ঠিকানা বাংলাদেশ’ করা হয়েছে।

অমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’ এই বছর মুক্তি পেতে পারে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্সের সর্বাধিক বিক্রিত একই শিরোনামের একটি বইয়ের গল্প নিয়ে ছবিটি নির্মিত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘কবি’ সিনেমাটিও চলতি বছরে মুক্তির তালিকায় আছে। এতে প্রধান পুরুষ চরিত্রে কাজ করছেন শরিফুল রাজ। তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। সিনেমাটি যে বেশ জমে উঠবে তা পোস্টার দেখে আঁচ করা গেছে।

এর বাইরে নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে সানী সানোয়ার পরিচালিত ও আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ অভিনীত ‘এশা মার্ডার’, রায়হান রাফী পরিচালিত ও আরিফিন শুভ অভিনীত ‘নূর’সহ বেশ কিছু আলোচিত সিনেমা।



  
  সর্বশেষ
আওয়ামী ছত্রছায়ায় মেঘনা গ্রুপের মোস্তফা কামালের নেতৃত্বে মেঘনা নদী দখল
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com