বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সভাপতি-সম্পাদকের পদত্যাগ দাবি ঢাকা কলেজ ছাত্রদলে পদবঞ্চিতদের   * চমক নিয়ে প্রথমবার একসঙ্গে সালমান-হৃতিক   * অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক   * বিডিআর হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে   * ইসরায়েলে ফের হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা   * ভাটারায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত   * বিমানবন্দর থানার প্রথম নারী ওসি তাসলিমা   * ২০২৪ সালে দুনিয়া মাতিয়েছেন ভারতের যে পাঁচ নায়িকা   * ‘নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’   * ইতিহাসগড়া অসি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি  

   আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমা কোম্পানির সিইও’কে গুলি করে হত্যা
  Date : 05-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম স্বাস্থ্যবিমা কোম্পানি ইউনাইটেডহেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে ম্যানহাটনের মিডটাউনে নিউ ইয়র্ক হিলটন হোটেলের কাছে হামলার শিকার হন থম্পসন। তিনি স্যুট ও টাই পরিহিত অবস্থায় তার কোম্পানির বিনিয়োগকারীদের এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন।

গুলিবিদ্ধ থম্পসনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, এটি বিচ্ছিন্ন কোনো সহিংসতার ঘটনা নয়। সন্দেহভাজন ব্যক্তি বেশ কয়েক মিনিট ধরে ওঁত পেতে ছিল। এটিকে একটি ‘নির্লজ্জ ও টার্গেটেড হামলা’ বলে উল্লেখ করেছেন এই পুলিশ কর্মকর্তা।

থম্পসনের স্ত্রী পাওলেট থম্পসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার স্বামী সম্প্রতি কিছু মানুষের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। তিনি মনে করেন, এই হুমকিগুলো বিমা সংক্রান্ত জটিলতার কারণে হতে পারে।

হামলার পর ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন হামলাকারী একজন শ্বেতাঙ্গ পুরুষ। তিনি ধূসর রঙের ব্যাকপ্যাক বহন করছিলেন। হামলার পরপরই ঘটনাস্থল থেকে সেন্ট্রাল পার্কের দিকে ই-বাইকে চড়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি পার্ক করা একটি গাড়ির আড়াল থেকে বেরিয়ে এসে থম্পসনের পেছনে গুলি চালায়। থম্পসন রাস্তায় পড়ে গেলে বন্দুকধারী তাকে পাশ কাটিয়ে চলে যায়।

এনওয়াইপিডি প্রধান গোয়েন্দা কর্মকর্তা জোসেফ কেনি বলেন, ভিডিও দেখে মনে হয়েছে, বন্দুকধারী আগ্নেয়াস্ত্র ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি যান্ত্রিক ত্রুটি দ্রুত ঠিক করতে পেরেছিলেন।

পুলিশ অপরাধীকে ধরতে জনগণের সহায়তা চেয়েছে এবং তথ্য প্রদানের জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

২০০৪ সালে মিনেসোটাভিত্তিক ইউনাইটেডহেলথকেয়ার কোম্পানিতে যোগ দিয়েছিলেন ব্রায়ান থম্পসন। ২০২১ সালের এপ্রিলে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ব্রায়ান থম্পসনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আমাদের সবার প্রিয় সহকর্মী ও বন্ধু ছিলেন।

ঘটনাটির নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। তিনি এটিকে ‘ভয়াবহ ও টার্গেটেড গুলির ঘটনা’ বলে উল্লেখ করেছেন।



  
  সর্বশেষ
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com