শনিবার, জানুয়ারী ২৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঘুষকান্ডে প্রশ্নবোধক হয়ে উঠছেন এসআই ইমানুর   * কারওয়ানবাজার থেকে সরিয়ে দেওয়া হলো অবরোধকারীদের   * দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো   * এবার কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প   * স্কুল ব্যাংকিংয়ে আমানত কমছে   * ভূবনমোহন পার্কে গ্যারেজ বানিয়ে টাকা তুলছেন বিএনপি নেতাকর্মীরা   * বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল   * আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা   * জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস   * আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য: ট্রাম্প  

   আন্তর্জাতিক
হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ করলো আসাম, বিরোধীদের ক্ষোভ
  Date : 05-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

ভারতের আসাম রাজ্যের সব হোটেল, রেস্তোরাঁ ও উন্মুক্ত স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে গরুর মাংস খাওয়ার আইন সংশোধন করে নতুন বিধি অন্তর্ভুক্ত করা হয়।

আসামে গরুর মাংস খাওয়া আইনত নিষিদ্ধ নয়। তবে আসাম গো-রক্ষা আইন ২০২১ অনুযায়ী, গরু পরিবহন, হত্যা এবং গরুর মাংস ও গরুর মাংসের পণ্যের বিক্রির ওপর বিধিনিষেধ রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা আগে গরু রক্ষার জন্য একটি বিল প্রবর্তন করেছিলাম এবং তাতে সফল হয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনও জনসভা বা উন্মুক্ত স্থানে খাওয়ানো যাবে না।

আসাম গো-রক্ষা আইন ২০২১ অনুযায়ী, যেসব এলাকায় হিন্দু, জৈন এবং শিখ জনগণের সংখ্যা বেশি এবং মন্দির বা সাতরা (বৈষ্ণব মঠ) থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে গরু হত্যা বা গরুর মাংসের বিক্রি নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ থেকে পাঁচ লাখ রুপি জরিমানা হতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে আমরা মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমরা অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণ করতে যাচ্ছি।

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)। তারা অভিযোগ করেছে, এর মাধ্যমে সরকার মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিচ্ছে।

এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বলেন, রাজ্য সরকার উন্নয়ন কাজ সম্পাদন ও বেকারত্ব মোকাবিলায় ব্যর্থ হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও বড় সমস্যা রয়েছে। এ অবস্থায় তারা এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।



  
  সর্বশেষ
আওয়ামী ছত্রছায়ায় মেঘনা গ্রুপের মোস্তফা কামালের নেতৃত্বে মেঘনা নদী দখল ॥ জেলা প্রশাসক রহস্যজনক ও অন্যায় পথ অবলম্বন করছে মেঘনা গ্রুপকে বাঁচাতে (পর্ব ২)
আওয়ামী ছত্রছায়ায় মেঘনা গ্রুপের মোস্তফা কামালের নেতৃত্বে মেঘনা নদী দখল
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com