বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চিন্ময় দাস গ্রেফতার প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র   * চাঁদাবাজির সময় ৩ ভুয়া ডিবিকে ধরে পুলিশে দিলো জনতা   * মেঘনায় ধরা পড়লো সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ   * বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা   * খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু   * প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি: সোহেল তাজ   * জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা   * প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ   * বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন   * হজযাত্রীদের আমানত পরিশোধ-হজের অর্থ বিনিয়োগ না করার অনুরোধ  

   অর্থ-বাণিজ্য
নতুন টাকায় থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’
  Date : 03-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে বাদ দেওয়া হবে শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন ডিজাইনের টাকা। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আপাতত চার ধরনের (২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা) নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে অন্যান্য সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিনের সই করা চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। সেখানে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছিল। নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে জানাতে বলা হয় ওই চিঠিতে।

নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি ডেপুটি গভর্নর-১, রয়েছেন চিত্রশিল্পীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করছি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।

দেশে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব ধরনের কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে ছবি। ধাতবমুদ্রা বা কয়েনগুলোতেও তার ছবি রয়েছে। নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোট চালু থাকবে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়। নোটে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের আমলে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরোনো নোট বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের ছবি সংবলিত ১০ ও ৫০০ টাকার নোট ছেপে বাজারে ছাড়ে। এরপর থেকে সব নোটে প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরে ৩৮ হাজার ৪০০ কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপাতে। তার আগের অর্থবছরে (২০২১-২২) খরচ ছিল ৩৭ হাজার ৪০০ কোটি টাকা। এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৩৪ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। সর্বশেষ নতুন নকশায় ২০০ টাকার নোট চালু হয় ২০২০ সালে। ওই নোটে শেখ মুজিবুর রহমানের ছবিতে নতুন রূপ দিয়ে বাজারে ছাড়া হয়।



  
  সর্বশেষ
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য
শতকোটি টাকার মালিক রাজস্ব বোর্ডের ড্রাইভার আরজু

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com