স্টাফ রিপোর্টার:
২৮ নভেম্বর ২০২৪ তারিখে নভো কার্গো সার্ভিসেস লি: এর পক্ষ থেকে জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি`কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত তাঁর বিদায়ী বক্তব্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিন এর বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এছাড়াও তাঁর কর্ম কালিন সফলতার উদ্দেশ্যে নভো কার্গোর ব্যাবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মোস্তাফিজুর রহমান`কে কাছে পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে জেট্রো এর বাংলাদেশ প্রধান রিপ্রেজেন্টেটিভ জনাব ইউ জি আনদো তার ইতিবাচক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ভিয়েতনাম, নেপাল, মায়ানমায় ও মালদ্বীপ এর রাষ্ট্রদূত সহ জাপানের ও বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।