বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হাতেকলমে ফেসবুক মার্কেটিং   * দখলদারত্বের রাজনীতি পরিহার না করলে দেশের পরিবর্তন হবে না: মান্না   * আজকের মধ্যেই সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানতে চান ফারুক   * একই রাতে আগুন লাগে সচিব নিবাসেও   * জনতা-অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার   * পোড়া অফিস দেখে বিমর্ষ আসিফ, বললেন ‘আমাদের সব শেষ হয়ে গেছে’   * সভাপতি-সম্পাদকের পদত্যাগ দাবি ঢাকা কলেজ ছাত্রদলে পদবঞ্চিতদের   * চমক নিয়ে প্রথমবার একসঙ্গে সালমান-হৃতিক   * অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক   * বিডিআর হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে  

   বিনোদন
রওনকের দাবি, এটি কপি সিনেমা নয়
  Date : 26-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের দর্শকদের জন্য প্রস্তুত এক নয়া সিনেমা। আগামী ৬ ডিসেম্বর সেটি ‍মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। সিনেমাটি প্রসঙ্গে একবাক্যে তিনি দাবি করছেন, এটি কপি সিনেমা নয়, সম্পূর্ণ বাংলাদেশের সিনেমা।

সিনেমার নাম ‘নয়া মানুষ’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বলেন অভিনেতা রওনক হাসান। ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। এত পরিশ্রম, এত কষ্ট সত্যি আমরা করেছিলাম? মনে হলেই গা ছমছম করে।’ ২০২২ সালের অক্টোবর মাসে নয়া মানুষের দৃশ্যধারণের কাজ শুরু হয়। তখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিংসেট ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়। বাধ্য হয়ে কাজ গুটিয়ে নিতে হয়েছিল তাদের। পরে গত বছরের এপ্রিল মাস থেকে ফের শুটিংয়ের শুরু করেন তারা, যা শেষ হয় চলতি বছরের এপ্রিলে।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। ছবিটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তরুণ এই নির্মাতার। ছবিতে চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনা তুলে ধরেছেন তিনি। ছবি প্রসঙ্গে সোহেল রানা বয়াতি বলেন, ‘“নয়া মানুষ” বানভাসি মানুষের গল্প। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে ছবিটা বানিয়েছি। নিজের প্রথম সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী।’

অভিনেতা হিসেবে এই সিনেমাকে কীভাবে মূল্যায়ন করবেন? জানতে চাইলে রওনক হাসান বলেন, ‘এটা খাঁটি বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের গল্পের সিনেমা। আমাদের দেশে কয়েক ধরনের সিনেমা হয়। আমরা যেগুলোকে কপি সিনেমা বা ফর্মুলা সিনেমা বলি, হলিউড-বলিউড থেকে ধার করা সিনেমা বলি। “নয়া মানুষ” কপি সিনেমা নয় বা উল্লেখিত কোনো ধরণের সিনেমাই নয়। “নয়া মানুষ” বাংলাদেশের নদীমাতৃক গল্প, মানুষের গল্প।’

এই সিনেমা নিয়ে কী প্রত্যাশা, জানতে চাইলে রওনক বলেন, ‘আমরা অভিনয় করি দর্শকের প্রশংসা ও তাদের আনন্দ দেওয়ার জন্য। আমার সবাই মিলে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি। মানুষ হলে গিয়ে দেখলে আমাদের ভালো লাগবে, মানুষের চোখকেও ছবিটা আরাম দেবে।’

‘নয়া মানুষ’ সিনেমায় আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।



  
  সর্বশেষ
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com