অনলাইন ডেস্ক
ফুটবল খেলছেন দীর্ঘদিন ধরে। অথচ এখনো ক্লাব কিংবা দেশের হয়ে কোনো ট্রফি জেতা হয়নি হ্যারি কেইনের। তবে ব্যক্তিগতভাবে অনেক ট্রফি জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক। এবার নিজের সেই সকল ট্রফিকে একটি ইউরো ট্রফি জয়ের জন্য বিসর্জন দিতে প্রস্তুত কেইন।
আজ রোববার রাতে ইউরোর ফাইনালে নামার আগে অধিনায়ক হ্যারি কেইন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, অবশ্যই এটা আমার জীবনের সেরা অর্জন হবে; যদি ইউরো জিততে পারি। অবশ্যই এটা কোনো গোপন কিছু নয় যে, আমি দলের হয়ে কোনো ট্রফি জিততে পারিনি এখনো। আমি এখন আরও বেশি আশাবাদী ও লক্ষ্যে অবিচল।
২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী জিতেছিলেন কেইন। আজকের ম্যাচেও দলের জয়ে অবদান রাখতে চান তিনি। গড়তে চান ইতিহাস। এ বিষয়ে কেইন বলেন, আগামীকাল (রোববার) রাতে আমার সামনে জীবনের অন্যতম বড় সুযোগটি আসছে কিছু জেতার। দেশের হয়ে ইতিহাস গড়ার এবং একজন ইংলিশ হিসেবে গর্বিত হওয়ার।
নিজের ব্যক্তিগত সকল ট্রফি ইউরোর কাছে বিসর্জন দিতেও প্রস্তুত কেইন। বিষয়টি জানিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, কোনো প্রশ্নই হবে না এ বিষয়ে। আমি আমার জীবনের সকল অর্জনকে ইউরোর জন্য বিসর্জন দিতে রাজি আছি। আমরা অনেক পরিশ্রম করে এখানে এসেছি। আগামীকাল (রোববার) রাতে আমরা কিছু জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।
২০২০ ইউরোর ফাইনালে ওয়েম্বলিতে ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। এবার সেরকম কিছুর পুনরাবৃত্তি করতে চান না কেইন।