বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত   * ভারত-পাকিস্তান ইস্যু না, দেশ হিসেবে সিন্ডিকেট হলে সমস্যা   * দাবি আদায় না হলে আমরণ অনশনের ঘোষণা নকলনবিশদের   * সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর, থাকছে যত আয়োজন   * পাকিস্তানে খেলা, দৃৃষ্টিহীনদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ভারত   * গাজায় ১৭ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল   * যে কারণে দ্য উইচার ছাড়ছেন সুপারম্যান তারকা   * বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়   * বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি এখন যুক্তরাষ্ট্রে   * ফিরতি লেগে নেদারল্যান্ডসকে রুখে দিলো বসনিয়া  

   খেলাধূলা
পাকিস্তানে খেলা, দৃৃষ্টিহীনদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ভারত
  Date : 20-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

ভারত-পাকিস্তানের রাজনৈতিক রেষারেষিতে অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক স্বত্ব অনুসারে খেলা পাকিস্তানে হবে, কিন্তু চিরশত্রুদের দেশে খেলতে যেতে রাজি নয় ভারত। পাকিস্তানও নাছোড়াবান্দা। নিজেদের দেশে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেই বিতর্কের ইস্তফা দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এমন টানাপোড়নের মধ্যে বড় এক সিদ্ধান্ত নিলো ভারত। আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া দৃষ্টিহীন ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। এই র্টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ৩ ডিসেম্বর।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, ভারত দলকে পাকিস্তানে যাওয়ার এনওসি (ছাড়পত্র) দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বাধা হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাধা টপকাতে ব্যর্থ হয়ে বিশ্বকাপ থেকে নামই প্রত্যাহার করে নিয়েছে ভারত।

ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের সংস্থার সেক্রেটারি শৈলেন্দ্র যাদব ইন্ডিয়া টুডে’কে বলেন, ‘বিশ্বকাপ খেলার জন্য আমরা ২৫ দিন আগে সফরের অনুমতি চেয়েছিলাম। বিশ্বকাপ কাছাকাছি চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম। ওরা বলেছে অনুমতি দেওয়া হবে না, বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিতে।’

তিনি আরও বলেন, ‘তারা (পররাষ্ট্র মন্ত্রণালয়) আমাদেরকে বলেছিল, অনুমতি না দেওয়ার বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে। কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সে সাথে কথোপকথনের ভিত্তিতে আমরা পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবো না।’

ভারত ছাড়াও এই বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও।

এ বিষশয়ে শৈলেন্দ্র বলেন, ‘আমাদের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও আসছে না। তাই ভারত হবে চতুর্থ দল যারা এই টুর্নামেন্টে অংশ নেবে না। ক্রিকেটের জন্য বিষয়টা দুঃখের। এটা সবার খেলা। ভারত-পাকিস্তান ম্যাচ সবাই আগ্রহ নিয়ে দেখে। এখন পাকিস্তান ওয়াকওভার পেয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে অনুশীলন করছে, তাদের জন্য হৃদয়বিদারক।’

অন্যদিকে পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট এসোসিয়েশন বলেছে, ভারত নাম প্রত্যাহার করলেও বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হবে। সংস্থাটির প্রধান সুলতান শাহ বলেন, ‘ভারত এখনও তাদের নাম প্রত্যাহারের বিষয়ে লিখিত দেয়নি।’

পাকিস্তানের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার কথা বাংলাদেশেরও।



  
  সর্বশেষ
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য
শতকোটি টাকার মালিক রাজস্ব বোর্ডের ড্রাইভার আরজু
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১১ মামলা বাতিল

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com