বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভোলার রাজনীতিতে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ: একাধিক প্রার্থী নিয়ে বিএনপিতে অস্থিরতা, আত্মবিশ্বাসী জামায়াত   * নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের   * ভাঙ্গায় মাদ্রাসা কর্মচারীকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেল   * আবদুল আউয়াল মিন্টু পেলেন ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার–২০২৫’ সম্মাননা   * ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই   * বাংলাদেশ রেজোনেয়ারের সাইবার বুলিং বিষয়ে সচেতনতামূলক সেমিনার   * নড়িয়ায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিপন পেদার আগমন উপলক্ষে গণসংযোগ   * ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা   * ওষুধ উৎপাদনের ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা   * ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার ব্যাপক জনসমর্থন  

   বিশেষ সংবাদ
সমাবেশে যোগ দিতে গিয়ে প্রাণ গেল খুলনার জামায়াত নেতার
  Date : 19-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

ঢাকায় জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ আবু সাঈদ (৫২)। শুক্রবার রাত প্রায় তিনটার দিকে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় একটি যাত্রাবিরতির সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সমাবেশে অংশ নিতে মাওলানা আবু সাঈদসহ খুলনা দাকোপ উপজেলা জামায়াতের একটি প্রতিনিধিদল বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ভাঙ্গা এলাকায় পৌঁছালে চা পান ও বিশ্রামের জন্য বাস থামানো হয়। এ সময় তাদের বহনকারী একটি বাসের ব্যানার খুলে গেলে সেটি ঠিক করতে আবু সাঈদসহ কয়েকজন নিচে নামেন। হঠাৎ পেছন থেকে আরেকটি দ্রুতগতির বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আরও দুই জন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. কামাল হোসেন আহত হন। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান ও উপ-পরিদর্শক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শেখ আবু সাঈদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার গৌরকাঠি গ্রামে। তিনি চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী ছিলেন। পারিবারিকভাবে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানের পিতা।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে যাওয়ার পথে এমন একটি দুর্ঘটনা গভীর শোকের। এ ঘটনায় তারা মর্মাহত এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার সাথে জড়িত বাস ও চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।



  
  সর্বশেষ
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com