|
পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা, ছাত্রলীগ পরিচয়ে পেলেন ছাড়া |
|
|
|
|
|
অনলাইন ডেস্ক
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আটকের আট ঘণ্টা পর দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটক হওয়ার পর ফেরদৌস হাওলাদার নামের একজন রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সহসভাপতি পরিচয় দিয়েছেন। শাকিল আহম্মেদ নামের অন্যজন নিজেকে কোতোয়ালি থানা ছাত্রলীগের সহসভাপতি পদপ্রত্যাশী বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশের সিদ্দিক মাস্টারের ঢাল থেকে তাদের আটক করার কথা জানায় হাতিরঝিল থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় তাদের ছেড়ে দেওয়া হয়। একজন ভুক্তভোগী বলেন, শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে হাতিরঝিল হয়ে বাসায় ফিরছিলেন তিনিসহ দুজন। রাত দুইটার দিকে সিদ্দিক মাস্টারের ঢাল এলাকায় আসার পর দুই ব্যক্তি ইশারা দিয়ে তাদের মোটরসাইকেল থামান। তারপর ‘কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন’-এসব প্রশ্ন শুরু করেন। তাদের আচরণ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো। একপর্যায়ে তাদের শরীর তল্লাশি করে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে হঠাৎ পুলিশের কয়েকজন সদস্য এসে পুরো ঘটনা শুনে ওই দুই ব্যক্তিকে আটক করেন। ওই ভুক্তভোগীর ভাষ্য, অভিযোগ নেওয়ার কথা বলে তাদের দুজনকেও থানায় নিয়ে যাওয়া হয়। পরে অভিযোগ লেখাও হয়। কিন্তু অভিযোগ নথিভুক্ত করা হয়নি। সকাল ১০টা পর্যন্ত অভিযোগ নেওয়া হবে বলে থানায় তাদের বসিয়ে রাখা হয়। অভিযোগ নেওয়া হবে না বুঝতে পেরে তারা থানা থেকে চলে আসেন। আটক দুজনকে ছাড়িয়ে নিতে রাতেই থানায় ছুটে যান হাতিরঝিল থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাওন। তিনি বলেন, আটক হওয়া দুজন ছাত্রলীগের পদে নেই। তবে তারা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সক্রিয় কর্মী, পদপ্রত্যাশী। তিনি দুজনকেই চেনেন। পুরো ঘটনা ভুল-বোঝাবুঝি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা নিয়ে সংবাদ প্রকাশের কিছু নেই।’ পুলিশ যা বলল -হাতিরঝিল থানা-পুলিশের একটি সূত্র জানায়, দুজনকে আটকের পর প্রথমেই জানার চেষ্টা করা হয় তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি না। তারা কোনো উত্তর দেননি। থানায় নিয়ে আসার পর দুজনই ছাত্রলীগের নেতা পরিচয় দেন। ওই দুই ব্যক্তিকে আটক করা হয় হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলমের নেতৃত্বে। তিনি বলেন, ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ না দেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। হাতিরঝিল থানা-পুলিশের এক সদস্য জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হকের নির্দেশে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ডিসি আজিমুল হক বলেন, তারা পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন, বিষয়টি এমন নয়। তাদের গভীর রাতে রাস্তায় দেখা গেছে, আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|