প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেই বাজিমাত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে ওঠার পর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য বড় পুরস্কার ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটি মোট ২৫ লাখ টাকা বোনাস দিচ্ছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোয়ালিফায়ার টু ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারায় রাজশাহী। এই জয়ের মাধ্যমে তারা ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
ম্যাচ শেষ হওয়ার পরই রাজশাহীর ম্যানেজমেন্ট বোনাসের ঘোষণা দেয়। খেলোয়াড়দের সঙ্গে সাপোর্ট স্টাফরাও এই বোনাস পাবেন।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়, কঠিন নকআউট ম্যাচে দল যেভাবে চাপ সামলেছে, তা প্রশংসার যোগ্য। মাঠে লড়াইয়ের মানসিকতা ছিল চোখে পড়ার মতো। দলের শৃঙ্খলাও ছিল ভালো।
ম্যানেজমেন্ট মনে করে, এই পারফরম্যান্স বিশেষ স্বীকৃতির দাবি রাখে। তাই সবাইকে একসঙ্গে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।