বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির আলোচনা হয়নি
  Date : 20-01-2026
Share Button

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে তাদের জায়গায় সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে-এমনটাই জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বিষয়ে এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যদিও ডাক পেলে বিশ্বকাপে খেলতে প্রস্তুত স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

 

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অনিচ্ছা জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবিকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে বিসিবির দাবি, আইসিসি এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করেনি।

 

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তারা রয়েছে ১৪ নম্বরে। তাই বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হলে স্কটল্যান্ডই প্রথম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বিবিসি স্পোর্ট জানিয়েছে, এই পর্যায়ে আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি। বিসিবির প্রতি সম্মান জানিয়ে স্কটল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষও আগেভাগে আইসিসির সঙ্গে আলোচনা শুরু করতে আগ্রহী নয়। বর্তমানে স্কটল্যান্ড দল অনুশীলনে ব্যস্ত, আর আগামী মার্চে নামিবিয়া ও ওমানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে বা বহিষ্কৃত হলে বিকল্প দল নেওয়ার মানদণ্ড কী—তা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি স্পোর্ট। ২০০৯ সালে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের জায়গায় বাছাইপর্বের ‘পরবর্তী সেরা দল’ হিসেবে স্কটল্যান্ড খেলেছিল। তবে ২০২৪ সাল থেকে ২০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন ও আঞ্চলিক বাছাইয়ের কারণে পরিস্থিতি এখন আর আগের মতো সরল নয়। ফলে এ বিষয়ে আইসিসি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে বিবিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।



  
  সর্বশেষ
গণভোটে ‘হ্যাঁ’ দিলে দেশে আর স্বৈরাচার ফিরবে না: তথ্য উপদেষ্টা
নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com