আজ রাতে আবারও মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ৯টি ভিন্ন ম্যাচে উত্তাপ ছড়াবে ইউরোপিয়ান জায়ান্টরা। ম্যাচের সূচি যত বৈচিত্র্যময়, গল্পগুলোও তত নাটকীয়। সান্তিয়াগো বার্নাব্যু আজ এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে। আলভারো আরবেলোয়ার ইউরোপীয় কোচিং অভিষেক, কিন্তু বার্নাব্যুতে চাপ প্রচুর। লা লিগায় ধারাবাহিক ফল না পাওয়ায় সমর্থকদের ধৈর্য ফুরিয়ে এসেছে।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিপক্ষ মোনাকোও লিগ ওয়ানে টানা চার হারের পর মনোবল হারিয়েছে। তবে ইউসিএলে টানা পাঁচ ম্যাচ অপরাজিত তারা। ইন্টার মিলান-আর্সেনালের ম্যাচেই চোখ সবচেয়ে বেশি। শেষ দুটি ইউসিএল ম্যাচ হেরেছে ইন্টার। আর্সেনালের রক্ষণাত্মক পরিকল্পনা এখন অনেকটাই পরিচিত, তাই ম্যাচটি হতে পারে ট্যাকটিক্যাল দাবা খেলা। উভয় দলের একটি ভুলই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। নরওয়ের উত্তর মেরুর শহর বোডোয় অপেক্ষা করছে এক ব্যতিক্রমী রাত। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লজ্জাজনক পারফরম্যান্সের পর ধুয়ে মুছে নতুন করে শুরু করতে চাইবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি
স্পোর্টিং-পিএসজির ম্যাচটিও সমানতালে আকর্ষণীয়। পিএসজির সঙ্গে তাদের ব্যবধান মাত্র তিন পয়েন্ট। লিগে ও ইউরোপে ছয় ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত ফর্মে আছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তবে স্পোর্টিং ঘরের মাঠে ভয়ংকর। তাই ম্যাচটি হতে পারে একদম ছুরি-কাটা প্রতিদ্বন্দ্বিতা। লন্ডনে টটেনহ্যামের মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের গতি ও ট্রানজিশন স্পার্স রক্ষণের জন্য ভয়ানক পরীক্ষা হতে পারে।
গ্রিসে অলিম্পিয়াকোসের প্রতিপক্ষ শক্তিশালী বায়ার লেভারকুজেন জন। লেভারকুজেন ইউরোপের সেই পাঁচ দলের একটি যারা এখনো পর্যন্ত অ্যাওয়ে অপরাজিত। তাই অলিম্পিয়াকোসের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ। কোপেনহেগেন-নাপোলির লড়াইটিও সমান সমান। টানা দুই জয় কোপেনহেগেনকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
অন্যদিকে ইউসিএলে পরপর পাঁচটি অ্যাওয়ে ম্যাচে হেরেছে আন্তোনিও কন্তের নাপোলি। কাজাখস্তানের কায়রাত আলমাটি এখনো পর্যন্ত গ্রুপের তলানিতে। তাদের প্রতিপক্ষ ক্লাব ব্রুজে এখনো পর্যন্ত কোনো অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি। ভিয়ারিয়াল-আয়াক্স, দুই দলের অবস্থানই নিচের দিকে (৩৪তম ও ৩৬তম)। তবু গর্ব রক্ষার লড়াইতে কিছুটা রোমাঞ্চ থাকবেই।