মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
বাংলাদেশ ভারতে না খেললে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড
  Date : 19-01-2026
Share Button

আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত ভেন্যুতেই ম্যাচ খেলতে সম্মত হতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতেই খেলতে রাজি না হলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঝুঁকি রয়েছে।

 

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে এবং তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে।

এই অচলাবস্থা নিরসনে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। তবে আলোচনায় কোনো সমাধান আসেনি। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আবারও আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।’

 

আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকইনফোসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে ঢাকাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ সরে দাঁড়ালে বিশ্বকাপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে-যারা বাছাইপর্বে না উঠলেও র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে।

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ ‘সি’-তে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তাদের সব ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। এক প্রস্তাবনায় বলা হয়েছে, শ্রীলংকায় ম্যাচ থাকা গ্রুপ ‘বি’র আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করা যেতে পারে। বিসিবি জানিয়েছে, ‘ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে।’

উল্লেখ্য, আইসিসির সঙ্গে ভারতের এক চুক্তির আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে।

এই বিতর্কের সূত্রপাত ৩ জানুয়ারি, যখন ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়-যা ঢাকায় ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

এ ছাড়া ২০২৪ সালে ঢাকায় গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত–বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে “অবিরাম শত্রুতা”র অভিযোগ তোলে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ও নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ অভিযোগকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন।



  
  সর্বশেষ
রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল কবির
মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com