রাজধানীর মিরপুরে একটি দীর্ঘদিনের পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রায় দুই দিন আগে হত্যা করা হয়েছে। মৃতদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্ন অংশেও জখম পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার গভীর রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন এলাকাবাসী। পরে নিচতলায় ঢুকে তারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান, মরদেহটি দেখার পর তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। যৌথ অভিযানে ভেতরে তল্লাশি চালিয়ে মরদেহটি মানুষের বলে নিশ্চিত করা হয়।
পুলিশের তথ্যমতে, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা জানান, সুমনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তারা জানেন না।
পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে পরিবারের লোকজন বারবার ফোন করলেও সুমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোররাতে তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই মার্কেটটিতে আগেও একাধিকবার অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতি বছরই সেখানে এমন ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই মার্কেট সংস্কার বা সম্পূর্ণ ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।