মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
বৃহস্পতিবার রাতে উপজেলা সদর বাজার, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় ঘুরে কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইউএনও মাহমুদ আশিক কবির উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তার ধারে অবস্থানরত ছিন্নমূল মানুষ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, ‘প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই রাতে শীতার্থদের একটু সহায়তা করার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্থ মানুষের কাছে পৌঁছাতে চাই।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।