মাদারীপুর সংবাদদাতা:
আন্দোলনের পরও ফেরত পাননি বিএনপি থেকে স্থগিত হওয়া মনোনয়ন। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-১ সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন কামাল জামান নুরুউদ্দিন মোল্লা। সোমবার দুপুরে দলীয় নেতাকর্মী নিয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান-এর কাছে মনোনয়নপত্র দেন উপজেলা বিএনপির কার্যকরি এই সদস্য। বিষয়টি নিয়ে বেশ আলোচনায় স্বতন্ত্র প্রার্থী।
জানা যায়, ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-১ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন কামাল জামান নুরুউদ্দিন মোল্লা। দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব¡ পালন করেছেন। বর্তমান তিনি উপজেলা বিএনপির সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন। গত ৩ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মাদারীপুর-১ আসনের দলীয় প্রার্থী হিসেবে কামাল জামান নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করে মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই ৪ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এতে ফুঁসে ওঠেন নুরুউদ্দিনের নেতাকর্মীরা। প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধসহ নানান কর্মসূচি পালন করেন তারা। কিন্তু তার স্থগিত হওয়া মনোনয়ন বিএনপির কেন্দ্রীয় কমিটি ফেরত দেয়নি। পরে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে গত ৪ ডিসেম্বর নাদিরা আক্তার মিঠু চৌধুরীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
রিটানিং অফিসার-এর কার্যালয় সূত্র বলছে, মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামী’র দলীয় প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্টপার্টির প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দেন আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের রিকশা প্রতিক-এর মনোনীত প্রার্থী হয়েছেন সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতিকের মাওলানা আকরাম হুসাইন, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাদিজুর রহমান, বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ইমরান হাসান।
নির্বাচন অফিস সূত্র জানায়, শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮৭ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৩ হাজার ৯৪৪ জন। এছাড়া ২ জন রয়েছে হিড়জা ভোটার। পদ্মা নদী আর আড়িয়াল খা নদী বিশিষ্ট এই আসনে মোট ভোট কেন্দ্র ১০২টি।
মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুউদ্দিন মোল্লা বলেন, ‘ঘোষণা হওয়া মনোনয়ন এভাবে স্থগিত করবে সেটা বোধগম্য ছিল না। জনগনের ইচ্ছাতেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বো। নির্বাচনে জনগনই সিদ্ধান্ত নিয়ে তাদের মতামত প্রকাশ করবে। তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমেই নির্বাচন করবে ভোটাররা। শিবচরে জনগন আমাকে ভালবাসে, তাদের প্রত্যাশা পূরণ করতে আমি মাঠে আছি।’