রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
মাদারীপুরে মেধা যাচাই-এ প্রথমবারের মতো বিয়াম ল্যাবরেটরি স্কুলে হচ্ছে বৃত্তি পরীক্ষা
  Date : 21-12-2025
Share Button

মাদারীপুর সংবাদদাতা::
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাদারীপুরে মেধা যাচাই-এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুলে বৃত্তি পরীক্ষা। রোববার সকাল ১০টায় শহরের লেকেরপাড়ে অবস্থতি স্কুলটিতে এই পরীক্ষা শুরু হয়। ৫ম শ্রেণির ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ইংরেজি ভার্সনে ১০ ও বাংলা ভার্সনে ৯ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

জানা যায়, ২০১৮ সালে মাদারীপুরে প্রতিষ্ঠিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল। জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত স্কুলটিতে বর্তমানে দুটি শাখায় ৯৪১ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। মর্নিং ও ডে এই দুই শিফটে পাঠদান চালিয়ে যাচ্ছেন ৩২ জন শিক্ষক। শিক্ষার মান ও শিক্ষকদের পাঠদানের আগ্রহ যাচাই-এর জন্য ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেয় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন পরিচালিত ও নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ। সারা দেশে ৪৫টি স্কুলে একযোগে শুরু হয় বৃত্তি পরীক্ষা। রোববার সকালে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষার হল পরিদর্শণ করেন। পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার হলের দায়িত্ব দেয়া হয়েছে অন্য বিদ্যালয়ের শিক্ষকদের। এছাড়া পরীক্ষা শেষে খাতা সীলগালা করে বিয়ামের প্রধান কার্যালয়ে পাঠানোর পরে সেখান থেকে খাতা মূল্যায়ন করা হবে বলেও জানা গেছে।

মাদারীপুরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ বিলকিস ফেরদৌসী জানান, সারাবছর শিক্ষকরা শ্রেণিকক্ষে কতটুকু যত্ন সহকারে পাঠদান নিচ্ছেন এটি মূল্যায়ন ও শিক্ষার্থীদের মাঝে মেধা যাচাই-এর জন্য বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। অংশ নেয়া শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে আনন্দের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। রোববার ও সোমবার দুইদিন ৪টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বৃত্তি পরীক্ষায় ভাল ফলাফল করবে তাদেরকে নিয়মিত অর্থ প্রদান করা হতে পারে।



  
  সর্বশেষ
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com