রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
মুকসুদপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’র অনুমোদন
  Date : 20-12-2025
Share Button

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি :

সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”–এর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পর্যায়ের ১৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এ কমিটি ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ইনকিলাবের মোঃ তারিকুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক নবচেতনার লিয়াকত সরদার ও আমার সংবাদের মেহের মামুন, সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশের আলোর মোঃ বাদশাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কথার আরটি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান বাংলার মোঃ আলী আকবর, অর্থ সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজের মাহমুদুল হাসান রাজন, কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তের খন্দকার রুহুল আমিন, দৈনিক আমাদেরদিনের নাজমুল হাসান রাজ, দৈনিক খবরপত্রের খালিদুজ্জামান মুন্সী, বাংলার নয়নের মোঃ বাবু মোল্যা ও দৈনিক বর্তমান কথার ইমরান মাতুব্বর দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ।

কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।



  
  সর্বশেষ
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com