মোঃ ইয়ামিন, ভোলা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা থেকে ভোলায় ফেরার পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি সড়কপথে ঢাকা থেকে লক্ষ্মীপুরে পৌঁছান। এ সময় ভোলা থেকে ৬৫টি স্পিডবোটে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মীরা তাকে বরণ করতে যান। পরে দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর থেকে স্পিডবোটে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকাল থেকেই ইলিশা ঘাটে তাকে একনজর দেখতে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায়। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঘাটজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এরপর কয়েক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে আলহাজ্ব গোলাম নবী আলমগীর শহরের কালীনাথ রায়ের বাজারস্থ দলীয় কার্যালয়ে আসেন। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই পথে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ দুই পাশে দাঁড়িয়ে ফুল ও শ্লোগানে তাকে অভ্যর্থনা জানান।
শহরে পৌঁছে প্রথমেই তিনি ভোলা দারুল হাদীস আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও দক্ষিণ বাংলার বিএনপির অন্যতম সংগঠক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারফ হোসেন শাহজাহানের কবর জিয়ারত করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন মানুষের সেবা করার জন্য। তাই আগামি ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন— যাতে আমরা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি।
তিনি আরও বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেই আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ূন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লাহ, এনামুল হক, সদর থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।