খুলনা ডেস্ক:
ঢাকা থেকে মোংলা রুটে সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। এই মানববন্ধনের আয়োজন করে ‘আমরা মোংলাবাসী’ নামের একটি স্থানীয় সংগঠন। মঙ্গলবার সকালে মোংলা পোর্ট পৌরসভার সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মোংলা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মোংলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এছাড়া এখানে ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থাকায় দেশের অর্থনীতিতে মোংলার অবদান উল্লেখযোগ্য। তবুও এখনও পর্যন্ত মোংলার সঙ্গে রাজধানী ঢাকার কোনো সরাসরি রেল যোগাযোগ নেই। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং যাতায়াতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, যদি মোংলা-ঢাকা এবং ঢাকা-মোংলা রুটে আন্তঃনগর ট্রেন চালু করা হয়, তবে কেবল মোংলা নয়, বরং বাগেরহাট সদর, ফকিরহাট, রামপালসহ আশেপাশের এলাকা রেলসেবার আওতায় আসবে। এতে সময় ও খরচ কমে আসবে, ব্যবসা প্রসারিত হবে এবং পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ মানববন্ধনে বক্তব্য দেন মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, পর্যটন ব্যবসায়ী এমাদুল হাওলাদার, বণিক সমিতির নেতা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোংলা-ঢাকা রেলপথ চালুর এই দাবি শুধু একটি জনস্বার্থ বিষয়ই নয়, বরং এটি দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, সরকার দ্রুত এই দাবির বাস্তবায়নে পদক্ষেপ নেবে।