খুলনা ডেস্ক:
যশোরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১৫০ নেতাকর্মী। শুক্রবার, ২৭ জুন বিকেলে যশোর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ যোগদান পর্ব সম্পন্ন হয়। দলীয় ফরম পূরণের মাধ্যমে তারা এনসিপির সদস্য হন এবং আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে তাদের বরণ করে নেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, তা কোনো পরাধীনতার জন্য নয়। যেন আর কখনও দেশে ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, দমন-পীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাস কায়েম না হয়, সে লক্ষ্যে ছাত্র ও জনতার ঐক্য অপরিহার্য।
এনসিপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বলেন, দলটি বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতা ও বন্দোবস্ত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক সচেতনতা, সামাজিক ন্যায়বিচার এবং সম-অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। নতুন সদস্যদের যুক্ত হওয়ায় যশোর জেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক নুরুজ্জামান, জেলা সংগঠক বোরহান উদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে সদস্য সংগ্রহ ও জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে যশোরসহ দেশের অন্যান্য জেলাগুলোতে।
এই ঘটনাটি যশোরে এনসিপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।