মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিখোঁজের ৩ দিন পর লেকে মিলল সাবেক ঢাবি শিক্ষার্থীর মরদেহ   * রাজধানীর উত্তরায় পাথরবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থীসহ তিনজন নিহত   * দেশজুড়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’, উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা   * বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ আপিল বিভাগে স্থগিত   * কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু   * ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প, চুক্তি প্রত্যাখ্যানের ইঙ্গিত   * ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই, শেষ হল নিঃস্বার্থ জীবনের অধ্যায়   * তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, ইসরায়েলি হামলায় নিহতদের শ্রদ্ধায় লাখো মানুষের ঢল   * ‘গ্রামীণ ব্যাংক’ থেকে নোবেল—ড. ইউনূসের জীবনের ৮৫ বছরের গল্প   * ৪২ বছর বয়সে না–ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা  

   রাজনীতি
ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি ছাড়ের আহ্বান আলী রীয়াজের
  Date : 25-06-2025
Share Button

খুলনা ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপের ষষ্ঠ দিনের বৈঠকে দেশের রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চলছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে শুরু হয় এ গুরুত্বপূর্ণ সংলাপ, যেখানে অংশ নিয়েছেন কমিশনের সদস্য ও ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

বৈঠকে আলোচনার মূল বিষয়গুলো ছিল—রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এবং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনীতিবিদ আলী রীয়াজ। তিনি বলেন, যেসব ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে, সেগুলো নিয়ে বাস্তববাদী মনোভাব নিয়ে আলোচনা করতে হবে। তিনি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, কাঙ্ক্ষিত ঐক্যমত্যে পৌঁছাতে হলে সবাইকে কিছু ছাড় দিতে হবে। একই সঙ্গে তিনি কমিশনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সংশোধনের কথা জানান।

আলোচনায় অংশ নিয়েছেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেনসহ জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ সদস্যরা। আলী রীয়াজ বলেন, এই সংলাপ কোনো একদিনের ফল নয়, বরং ১৬ বছরের আন্দোলন ও ৫৩ বছরের গণতান্ত্রিক চেষ্টার ফলস্বরূপ তৈরি হয়েছে এই প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের অক্টোবর মাসে গঠিত হয় ছয়টি সংস্কার কমিশন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিশনগুলোর সুপারিশ জমা পড়ার পর ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয় সংলাপ। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪৫টি অধিবেশন শেষে কিছু বিষয়ে আংশিক ঐকমত্য অর্জিত হলেও, বাকি বিষয়ের সমাধানে ২ জুন থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়। ঈদুল আজহার বিরতির পর আবার শুরু হওয়া এই সংলাপে এখন নতুন করে অগ্রগতির আশা দেখা দিয়েছে, যা ভবিষ্যতের কাঠামোগত সংস্কারকে বাস্তবায়নের পথে এগিয়ে নিতে পারে।



  
  সর্বশেষ
নিখোঁজের ৩ দিন পর লেকে মিলল সাবেক ঢাবি শিক্ষার্থীর মরদেহ
রাজধানীর উত্তরায় পাথরবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থীসহ তিনজন নিহত
দেশজুড়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’, উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা
বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ আপিল বিভাগে স্থগিত

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com