খুলনা ডেস্ক:
চুয়াডাঙ্গা শহরে যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মিলন আলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেউ বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না এবং তাঁর কার্যকলাপের দায় দল নেবে না।
মিলন আলীকে গত শনিবার ভোরে যৌথভাবে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোড এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্প ও সদর থানা-পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, চারটি চাপাতি, একটি চায়নিজ ছুরি, একটি রামদা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মিলন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। তাঁকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, অস্ত্র মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। এ ছাড়া ঢাকার বংশাল থানায়ও তাঁর নামে একটি মামলা রয়েছে।
এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম জোরদার করেছে।