খুলনা ডেস্ক:
খুলনায় নতুন করে আরও একজন নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম করুনা বেগম, বয়স ৬০ বছর। তিনি খুলনা নগরীর বয়রা এলাকার বাসিন্দা। বুধবার (১৮ জুন) তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খান আহমেদ ইশতিয়াক।
করোনা আক্রান্ত হলেও করুনা বেগমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তাকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়ে গত দুই দিনে খুলনায় তিনজন নারীর শরীরে করোনা শনাক্ত হলো। মঙ্গলবার (১৭ জুন) একই জেলায় আরও দুই নারী—সুমাইয়া ও তানিয়া—করোনায় আক্রান্ত হন। সুমাইয়ার নমুনা খুলনা সদর হাসপাতালে পরীক্ষার পর তার করোনা ধরা পড়ে এবং বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর নারী তানিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে একমাত্র করুনা বেগমের রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য বিভাগ খুলনায় সংক্রমণের এই ধারা পর্যবেক্ষণ করছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
করোনা ভাইরাসের নতুন এই সংক্রমণ আবারো জনসচেতনতার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিচ্ছে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে এই ভাইরাসের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।