অনলাইন ডেস্ক:
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনার ‘ডিসকভারি রাইটস’ নিয়েছে ইন্টার মিয়ামি। এতে করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে জুটি করার সম্ভাবনা তৈরি হয়েছে বেলজিয়ামের ৩৩ বছর বয়সী তারকার।
এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় একই সময় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে। এ তালিকায় কোনো খেলোয়াড় থাকলে সংশ্লিষ্ট ক্লাব তার সঙ্গে আলোচনা শুরু করার একক অধিকার পায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি ব্রুইনা ঘোষণা দেন, চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ ফুরালে ম্যানসিটি ছাড়বেন। ২০১৫ সাল থেকে ক্লাবটির হয়ে খেলছেন তিনি এবং বর্তমানে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডি ব্রুইনা। মিয়ামি ডিসকভারি রাইটস ধারণ করায় সবার আগে ডি ব্রুইনার সঙ্গে আলোচনার একচেটিয়া অধিকার পাবে মিয়ামি। অন্য এমএলএস ক্লাবগুলো তার সঙ্গে আলোচনা করতে পারবে না।
গেল গ্রীষ্মেই ডি ব্রুইনার এমএলএসে যোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। ওই সময় তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল সান দিয়েগো এফসি। তবে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর টাইলার হিপস ডি ব্রুইনার সম্ভাব্য আগমন নাকচ করে দেন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে। সে সময় তিনি বলেছিলেন,
‘আমি ওর (ডি ব্রুইনা) সঙ্গে কথা বলেছি। তবে বলব—ওর মজুরি আমাদের বাজেটের সঙ্গে এখন মিলছে না।’
ডি ব্রুইনা ১০ বছরের ম্যানসিটি ক্যারিয়ারে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। এছাড়া পাঁচটি কারাবাও কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে তার নামের পাশে।
মিয়ামিতে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো বিশ্ব তারকারা রয়েছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে ডি ব্রুইনার অভিজ্ঞতাও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০২৫ সালে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে মিয়ামি। এছাড়া লিগস কাপ প্রতিযোগিতায়ও খেলবে মেসিদের দল। পাশাপাশি চলমান এমএলএস মৌসুমও রয়েছে। যা গেল ফেব্রুয়ারির শেষদিকে শুরু হয়েছে।