অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরাব সিফাত বলেন, আওয়ামী লীগের আমলে যেভাবে নির্যাতন খুন-গুম, হত্যা হয়েছে তা আর দেশের মানুষ কখন চায় না। সেজন্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছেন তারা যেন নতুন সংস্কৃতি সৃষ্টি করতে পারেন। সেটি যেন জনবান্ধব হয় মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন। এ জন্য উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত করা হচ্ছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিফাত বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ নির্দেশনা চাচ্ছেন। নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটা সংগঠিত কিভাবে হতে পারে। সেই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই দায়িত্ব গ্রহণ করেছে। তারা সারাদেশের উপজেলা পর্যায়ে গিয়ে আন্দোলনের গতিকে আরও বেগমান করবে। এ আন্দোলনের পরবর্তী ধাপ কি হতে পারে, কিভাবে এ আন্দোলনকে সামনে চালিয়ে রাখা যায়। কিভাবে নতুন বাংলাদেশ পরবর্তী প্রজন্মকে উপহার দেওয়া যায়, সেজন্য কেন্দ্রীয় কমিটির নেতারা উপজেলা পর্যায়ে গিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মোমো, জাবের নূর ও জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ মাদারীপুরের অন্য উপজেলাগুলোতেও মতবিনিময় সভা করেন।