বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে   * অবৈধ ইটভাটা বন্ধের অভিযান আটকে দিলো মালিক-শ্রমিক   * প্রতারক সুলতানের বিরুদ্ধে অভিযোগ   * বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে পুনাক সভানেত্রী   * পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন মাহফুজ   * বিএনপির ব্যানার-ফেস্টুনে সয়লাব সিদ্ধিরগঞ্জ থানা গেট   * রক্ষকবেশী ভক্ষণকারীদের লালসার নাটক এপ্রিলের ধারাবাহিক অগ্নিকান্ড   * অনন্ত গ্রুপের এমডি ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ   * পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে: জাহিদ   * শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে  

   সারাবাংলা
বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চাষাবাদে বাধা
  Date : 03-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জের নিকলীতে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক মৃত আব্দুল হামিদের সন্তানরা।

ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিকভাবে দফায় দফায় এ সমস্যা সমাধানের চেষ্টা করলেও সালিশি বৈঠকের সিদ্ধান্ত মানছে না প্রতিপক্ষ। উল্টো বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জমির প্রকৃত মালিকানার সত্যতা পেয়ে পৈতৃক জমি চাষাবাদে প্রতিপক্ষকে বাধা দিতে নিষেধ করেছে প্রশাসন। তারপরও থেমে নেই প্রতিপক্ষ। জমি ভাগিয়ে নিতে পক্ষটি একের পর এক ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

অভিযুক্ত ছাদির মিয়া জেলার নিকলী উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈবত হাটির মৃত মুছন্দালীর ছেলে। তিনি উপজেলা বিএনপি সাবেক গ্রামবিষয়ক সম্পাদক। গত ১৭ সেপ্টেম্বর কয়েকজন সহযোগী নিয়ে আব্দুল হামিদের মেজ ছেলে মঞ্জিল হোসেনকে পৈতৃক জমিতে চাষাবাদে বাধা এবং প্রাণনাশের হুমকি দেন। একই দিন ১০ লাখ টাকা দাবি করা হয়।

ভুক্তভোগী মঞ্জিল হোসেন বলেন, ‘জমির শতভাগ কাগজপত্র থাকা সত্ত্বেও ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিকলী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একের পর এক সালিশের মাধ্যমে আমাদের কোণঠাসা করে রাখেন ছাদির মিয়া ও তার পরিবারের সদস্যরা। পরে আমরা মামলা করি। আদালত আমার পক্ষে এবং তাদের বিপক্ষে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।’

তিনি আরও বলেন, ‘মামলাটি চলমান থাকলেও ক্ষান্ত হননি দখলকারীরা। গত সেপ্টেম্বর থেকে তারা নতুন করে চক্রান্তে লিপ্ত হন। এবার বলপ্রয়োগের পথ বেছে নেওয়ার পাশাপাশি আমাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় লাঠিয়াল ভাড়া করে জমি থেকে উচ্ছেদের হুমকি এবং জমিতে চলমান চাষাবাদ ও সংস্কার কাজ বন্ধ করে দেন তারা।’

এ বিষয়ে জানতে চাইলে ছাদির মিয়া বলেন, আমার কাছে ওই জমির দলিল রয়েছে। পরে জমির দলিল পাঠাতে বললে তিনি সাড়া দেননি।

নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল মোমেন মিঠু বলেন, দলে সাদির মেম্বারের পদ-পদবি নেই। তারপরও জেলা বিএনপির সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, সেনাবাহিনীর ক্যাম্পেও তারা জমির বিষয়টি নিয়ে বসেছিলেন। তবে সমাধান হয়নি। যেহেতু জায়গা-জমির বিষয়, তাই উভয়পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



  
  সর্বশেষ
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য
শতকোটি টাকার মালিক রাজস্ব বোর্ডের ড্রাইভার আরজু

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com