অনলাইন ডেস্ক:
ভোলায় অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে অভিযান পরিচালনার সময় জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, মৎস্য অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের তথ্য সংগ্রহকারী তানজিল আহমেদ, কোস্টাল প্রকল্পের আবু জাফর ও তাদের ট্রলার মাঝি মো. জামাল।
আহতরা জানান, সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি টিম সদরের কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় স্থানীয় শাহিন নামের একজনের নেতৃত্বে ৪০-৫০ জন তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে জানান, প্রাথমিকভাবে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদাৎ হাসনাইন পারভেজ বলেন, আহতরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।