অনলাইন ডেস্ক:
গণঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই আগস্টে দেশের মানুষের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে সে ঐক্যে ফাটল ধরানো যাবে না।
মঙ্গলবার (৫ নভেম্বর) শৃঙ্খলা উপ কমিটির সভায় তিনি এ সব কথা বলেন
তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটির এবারের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। তাই ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র ্যালিতে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ সম্পাদক আমিরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, হায়দার আলী লেলিন, একরামুজ্জামান বিপ্লব, আকরামুল হাসান, হাবিবুর রশিদ হাবিব, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, আব্দুল সাত্তার পাটোয়ারী, রাশেদ আহমেদ প্রমুখ।
ডা. জাহিদ বলেন, ছাত্র জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু কিছু লোক গণ মানুষের আন্দোলনকে নিয়ে নানা কথা বলছেন। এবারের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ৪৭২ জন নেতাকর্মী জীবন দিয়েছেন। বিগত ১৭ বছরে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন।
তিনি বলেন, এখনও আমরা মামলা থেকে রেহাই পাইনি। খালেদা জিয়া, তারেক রহমানসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এখনও মামলা রয়েছে। এখনো আমাদের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছে। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে লড়াই চলছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে।