শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মিয়ানমারে ভয়াবহ বন্যায় ৩৩ জনের মৃত্যু   * নোয়াখালীতে এখনো সাড়ে ১১ লাখ মানুষ পানিবন্দি   * উৎপাদনে ফিরেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা   * সংখ্যালঘুদের রাতে ছোবল মেরে দিনে ওঝা হয়ে ঝাড়তো আ’লীগ   * ঢাকা পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল   * ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে   * সাগরে গভীর নিম্নচাপ, সারদেশে ভারী বৃষ্টির আভাস   * শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৫   * প্রশাসনে স্থবিরতা আছে, বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি   * শহীদ রফিক সেতুর টোল প্লাজায় ভাঙচুর-অগ্নিসংযোগ  

   সারাবাংলা
কপালের পাশে গুলি নিয়ে কাতরাচ্ছেন আন্দোলনে অংশ নেয়া রাজু
  Date : 04-09-2024
Share Button

ঝালকাঠি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগষ্ট রোববার ঢাকার মিরপুর ১০ নাম্বারে বুলেট বিদ্ধ হয় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা গ্রামের মেধাবী শিক্ষার্থী মঞ্জুরুল হাসান রাজু (২৫)। কপালের বা দিকে গুলিবিদ্ধ হওয়ার পর শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন। এর পর তাকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপতালে। অপারেশনের জন্য দুই সপ্তাহ সময় নেন চিকিৎসকরা। স্বজনরা তাকে বাসায় নিয়ে আসেন। মাথায় অসহ্য যন্ত্রনা নিয়ে ছটফট করছে রাজু। অপারেশন করে গুলি বের করা প্রয়োজন। কিন্ত অর্থাভাবে তা সম্ভব হচ্ছেনা।

তার বাবার নাম মো.হেমায়েত উদ্দিন হাওলাদার। সাবেক স্কুল শিক্ষক তিনি। ২৫ বছর বয়সী মাহামুদুল হাসান রাজু ঢাকার গ্রীন ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মিরপুর এলাকায় একটি মেসে থাকেন রাজু। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে গড়ে ওঠা আন্দোলনে সামনের সাড়িতে ছিলেন তিনি। ক্রমে এ আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নিলে সেখানেও রাজু যোগ দেন।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজুর পিতা সাবেক স্কুল শিক্ষক মো.হেমায়েত উদ্দিন হাওলাদার, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট আহত ছেলের অপারেশনের জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। এসময় কথা হয় স্থানীয় সাংবাদিকদের সাথে।

সাংবাদিকদের তিনি জানান, তার দুই মেয়ে ও তিন ছেলের মধ্যে রাজু ছোট। ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তি এবং এসএসসি, এইচএসসিতে রাজুর রেজাল্ট ভালো। এখন ঢাকার গ্রীন ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে পড়ে। ওই দিন সকালে অন্যান্য সহপাঠিদের সাথে ঢাকার মিরপুর ১০ নম্বরের মিছিলে অংশ নেন রাজু। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়ে গুলি পুলিশ চালায়। এতেও রাজু গুলিবিদ্ধ হন। সহপাঠিরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন, অস্ত্রোপচার করে গুলি বের করতে হবে।

তিনি আরো জানান, চিকিৎকের পরামর্শে রাজুকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও অর্থাভাবে রাজুর অপারেশন করা সম্ভব হচ্ছেনা। পড়াশোনার ভবিষ্যত নিয়ে চিন্তিত তার পরিবারের।



  
  সর্বশেষ
বিআরটিএ’র সর্বাঙ্গে ব্যথা মলম দিবে কোথায়- কোটা জালিয়াতির কর্মচারীরা এখনো বহাল তবিয়্যতে
রক্ষকবেশী ভক্ষণকারীদের লালসার নাটক এপ্রিলের ধারাবাহিক অগ্নিকান্ড
জামাই-বউয়ের পুকুর ডাকাতিতে ন্যুজ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক কেলেঙ্কারির নায়ক এস. আলম

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com