বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হলে তা ভবিষ্যতে একটি অস্বাভাবিক ও খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে।"
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদে যে ৮৪ দফা প্রস্তাব রয়েছে, তার মধ্যে যেগুলোর পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি যেসব বিষয়ে ভিন্নমত বা `নোট অব ডিসেন্ট` রয়েছে, সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কারসংক্রান্ত যেসব প্রস্তাব এসেছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও এখনই স্পষ্টতা প্রয়োজন।
সালাহউদ্দিন আহমদ মনে করেন, জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হলে এসব বিষয়কে স্বচ্ছভাবে উপস্থাপন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া জরুরি।