অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ দেশের অর্থনীতিকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে “অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন” শীর্ষক এক ডায়ালগে এ মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
তিনি বলেন, গত এক বছরে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতসহ কিছু গুরুত্বপূর্ণ খাতে সংস্কার এনেছে। যার ফলে রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থানও কিছুটা ভালো হয়েছে। ফলে দেশের অর্থনীতি একটি সম্ভাব্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
তবে তিনি সতর্ক করেন, মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, নতুন বিনিয়োগ তেমন আসছে না এবং কর্মসংস্থান ও রাজস্ব আহরণেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আগামীর সরকারকে আরও কার্যকর পরিকল্পনা নিতে হবে বলে তিনি মত দেন।
দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় চলমান সহায়তা কর্মসূচিগুলো বজায় রাখার পরামর্শ দিয়ে ড. ফাহমিদা বলেন, "বর্তমানে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আশা করা না গেলেও, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি থাকলে ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর বিনিয়োগ বাড়বে।"
আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, "সংস্কার প্রক্রিয়া এখনো ধীর গতিতে চলছে। আগামী ছয় মাসে রাজনৈতিক প্রেক্ষাপটে খুব বেশি অগ্রগতি না হলেও, সরকার চাইলে এখনো কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ রয়েছে।"
ডায়ালগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।