শনিবার, আগস্ট ৩০, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মতো অনড় ভারতও, তাহলে কি বাণিজ্যচুক্তি শিগগিরই হচ্ছে না   * অস্ট্রেলিয়ার ৫ শহর মাতাবেন তাহসান   * লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে   * যথাসময়ে নির্বাচন না হলে এই জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে : ফখরুল   * প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল, বিজ্ঞানে ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ পদ   * পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান   * ফিরেই মেসির জোড়া গোল, ফাইনালে মায়ামি   * দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘কমপ্লিট শাটডাউন’   * আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু   * চারবার ট্রাম্পের ফোন, মোদি একবারও ধরেননি: জার্মান সংবাদমাধ্যমের দাবি  

   জাতীয়
নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত
  Date : 10-08-2025
Share Button

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। এই ক্যামেরাগুলোর সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যেই জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব জানান, ভোটের আগে পুলিশ বাহিনীকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে অক্টোবরের মধ্যেই বডিক্যামগুলো সংগ্রহের লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, “হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে এই ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, এসব বডিক্যাম থাকবে কনস্টেবল ও অফিসারদের বুকে সংযুক্ত, যা নিরাপত্তা পর্যবেক্ষণের পাশাপাশি রেকর্ড সংরক্ষণেও সক্ষম। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সুবিধাসহ ক্যামেরাগুলো ব্যবহারে দক্ষতা অর্জনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সভায় প্রধান উপদেষ্টা ইউনূস নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হিসেবে প্রতিষ্ঠা করা। খরচ যাই হোক না কেন, নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”

এছাড়া, সভায় নির্বাচনী তথ্য ও নাগরিক সহায়তা প্রদানকারী একটি অ্যাপ চালুর পরিকল্পনাও জানানো হয়। টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী জানান, এই অ্যাপে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের হালনাগাদ তথ্য এবং অভিযোগ দাখিলের সুবিধা থাকবে।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অ্যাপটি চালু করার নির্দেশ দেন এবং তা যেন ১০ কোটিরও বেশি ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার এই উদ্যোগকে ভোটারদের আস্থা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



  
  সর্বশেষ
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মতো অনড় ভারতও, তাহলে কি বাণিজ্যচুক্তি শিগগিরই হচ্ছে না
অস্ট্রেলিয়ার ৫ শহর মাতাবেন তাহসান
লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে
যথাসময়ে নির্বাচন না হলে এই জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে : ফখরুল

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com