বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিজ্ঞান প্রযুক্তি
খুলনায় জেলা স্কুল মাঠে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
  Date : 14-05-2025
Share Button

খুলনা ডেস্ক:

খুলনা জেলা স্কুল মাঠে আজ বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, যা চলবে দুই দিনব্যাপী। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদযাপনের অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে জেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা। তারা নিজেদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প উপস্থাপন করছে, যা দর্শনার্থীদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে অনুপ্রেরণা জোগাবে।

মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ জানান, বিজ্ঞান মেলায় শুধু প্রকল্প প্রদর্শনী নয়, বরং আয়োজন করা হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং সেমিনারের। পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে ৪ ডি মুভি শো, টেলিস্কোপ প্রদর্শনী এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এক্সপেরিয়েন্স, যা এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে কাজ করছে।

এবারের বিজ্ঞান সপ্তাহের প্রতিপাদ্য ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিফলিত হচ্ছে ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপিত চিন্তা ও প্রয়োগে। মেলাটি খুলনার শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আয়োজকরা।

এই আয়োজন শুধু বিজ্ঞানপ্রেমীদের জন্য নয়, বরং প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা অন্বেষণে আগ্রহী সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠছে।



  
  সর্বশেষ
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে: তারেক রহমান
২০০০ কোটি ডলারের রেকর্ড মাইলফলকে ওপেনএআই
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com