রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার   * উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক   * আফতাবনগরে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৩   * শ্রীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট   * বংশালে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার   * আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের যৌন হয়রানির অভিযোগ   * শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা   * চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা   * ইরানে বাস খাদে পড়ে নিহত ১০   * শর্ত লঙ্ঘন করায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি  

   বিনোদন
অস্কার জয়ের পথে এগিয়ে যারা, ১০ বিভাগের প্রাথমিক তালিকা
  Date : 18-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদার পুরস্কার অস্কার। এবার বসবে ৯৭তম আসর। একাডেমি অ্যাওয়ার্ডের জন্য ১০টি বিভাগের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। ডকুমেন্টারি ফিচার ফিল্ম, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, আন্তর্জাতিক ফিচার ফিল্ম, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, মিউজিক (অরিজিনাল স্কোর), মিউজিক (অরিজিনাল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড এবং ভিজ্যুয়াল ইফেক্টসে ঠাঁই পেয়েছে বিশ্বের নানা দেশের আলোচিত সব সিনেমা। তবে এবার নেই উপমহাদেশের কোনো সিনেমা।

ভারতের আমির খান প্রযোজিত কিরণ রাও পরিচালিত ‌‘লাপাতা লেডিস’ নিয়ে আলোচনা শোনা গেলেও সিনেমাটি মনোনয়নের তালিকায় নেই কোনো বিভাগেই।

১৫টি চলচ্চিত্র ৯৭ তম অস্কারের ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে প্রাথমিক তালিকায় রয়েছে। এই বিভাগে মোট ১৬৯টি চলচ্চিত্র যোগ্য ছিল। তালিকাভুক্ত চলচ্চিত্রগুলো হলো- দ্য বিবি ফাইলস, ব্ল্যাক বক্স ডায়ারিজ, দাহোমে, ডটারস, এনো, ফ্রিদা, হলিউডগেট, নো আদার ল্যান্ড, পোরসেলেন ওয়ার, কুইন্ডম, দ্য রিমার্কেবল লাইফ অব আইবেলিন, সাউন্ডট্র্যাক টু আ কূপ দে`তাত, সুগারকেন, ইউনিয়ন, উইল অ্যান্ড হার্পার।

ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে ১৫টি চলচ্চিত্র প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে। মোট ১০৪টি চলচ্চিত্র এতে যোগ্য ছিল। তালিকাভুক্ত চলচ্চিত্রগুলো হলো চেইসিং রু, ডেথ বাই নম্বার্স, ইটার্নাল ফাদার, আই অ্যাম রেডি, ওয়ার্ডেন, ইন্সিডেন্ট, ইন্সট্রুমেন্টস অব আ বিটিং হার্ট, কিপার, মাকায়লার ভয়েস: আ লেটার টু দ্য ওয়ার্ল্ড, ওয়ান্স আপন আ টাইম ইন ইউক্রেন, দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা, প্লানেটওয়াকার, দ্য কুইলটারস, সিট ৩১: জুয়ে জেফার, এ সুইম লেসন, আন্টিল হিজ ব্যাক।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ৮৫ দেশের সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে ১৫টি চলচ্চিত্র ৯৭তম অস্কারের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে। তালিকায় আছে ব্রাজিলের আই’ম স্টিল হেয়ার, কানাডার ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, চেক রিপাবলিকের ওয়েভস, ডেনমার্কের দ্য গার্ল উইথ দ্য নীডল, ফ্রান্সের এমিলিয়া পেরেজ, জার্মানির দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ, আইসল্যান্ডের টাচ, আয়ারল্যান্ডের নেক্যাপ, ইতালির ভারমিলিও, লাটভিয়ার ফ্লো, নরওয়ের আর্মান্ড, প্যালেস্টাইনের ফ্রম গ্রাউন্ড জিরো, সেনেগালের দাহোমে, থাইল্যান্ডের হাউ টু মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস এবং যুক্তরাজ্যের সান্তোষ।

মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং বিভাগে ১০টি চলচ্চিত্র প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে। তালিকাভুক্ত চলচ্চিত্রগুলো হলো দ্য অ্যাপ্রেন্টিস, বিটলজুস বিটলজুস, এ ডিফারেন্ট ম্যান, ডিউন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, মারিয়া, নসফেরাতু, দ্য সাবস্ট্যান্স, ওয়াল্টজিং উইথ ব্র্যান্ডো, উইকেড।

২০টি সিনেমা ৯৭ তম অস্কারের মিউজিকের অরিজিনাল স্কোর বিভাগে প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে। সে তালিকায় আছে এলিয়েন: রোমুলাস, বেবিগার্ল, বিটলজুস বিটলজুস, ব্লিঙ্ক টোয়াইস, ব্লিটজ, দ্য ব্রুটালিস্ট, চ্যালেঞ্জার্স, কনক্লেভ, এমিলিয়া পেরেজ, দ্য ফায়ার ইনসাইড, গ্ল্যাডিয়েটর II, হরাইজেন: অ্যান আমেরিকান সাগা চ্যাপ্টার ১, ইনসাইড আউট ২, নসফেরাতু, দ্য রুম নেক্সট ডোর, সিং সিং, দ্য সিক্স ট্রিপল এইট, উইকেড, দ্য ওয়াইল্ড রোবট, ইয়ং উমেন অ্যান্ড দ্য সি।

এবার ১৫টি গান অস্কারের অরিজিনাল গান বিভাগে প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে। তালিকাভুক্ত গানগুলো হলো বেটার ম্যান সিনেমার ‘ফরবিডেন রোড’, ব্লিটজ সিনেমার ‘উইন্টার কোট’, চ্যালেঞ্জার্স সিনেমার ‘কমপ্রেস/রিপ্রেস’, এলটন জন: নেভার টু লেট সিনেমার ‘নেভার টু লেট’, এমিলিয়া পেরেজ সিনেমার ‘এল মাল’ ও ‘মি কামিনো’, নেক্যাপ সিনেমার ‘সিক ইন দ্য হেড’, মোয়ানা ২ ছবির ‘বিয়ন্ড’, মুফাসা: দ্য লায়ন কিং সিনেমার ‘টেল মি ইটস ইউ’, পিস বাই পিস ছবির ‘পিস বাই পিস’, সিং সিনেমার ‘লাইক আ বার্ড’, দ্য সিক্স ট্রিপল এইট সিনেমার ‘দ্য জার্নি’, টুইস্টার্স সিনেমার ‘আউট অফ ওকলাহোমা’, দ্য ওয়াইল্ড রোবট সিনেমার ‘কিস দ্য স্কাই’ ও উইল অ্যান্ড হার্পার সিনেমার ‘হার্পার অ্যান্ড উইল গো ওয়েস্ট’।

অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে ১৫টি চলচ্চিত্রের জায়গা হয়েছে। সে তালিকায় আছে অ` রেভোয়া মন মঁদ, এ বেয়ার নেমড ভোয়তেক, বিউটিফুল ম্যান, বটল জর্জ, আ ক্র্যাব ইন দ্য পুল, ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস, ম্যাজিক ক্যান্ডিজ, ম্যা বি অ্যা লিফ্যান্টস, মি, অরিগামি, পারসেবেস, দ্য ২১, ওয়ান্ডার টু ওয়ান্ডার, দ্য ওয়াইল্ড-টেম্পারড ক্লাভিয়ার, ইয়াক! ছবিগুলো।

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে প্রাথমিক তালিকার ১৫টি চলচ্চিত্র হয়েছে অনুজা, ক্লোডাহ, দ্য কমপেট্রিয়ট, ক্রাস্ট, ডভকোট, এজ অব স্পেস, দ্য আইস ক্রিম ম্যান, আই’ম নট আ রোবট, দ্য লাস্ট রেঞ্জার, আ লিয়েন, দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট, দ্য মাস্টারপিস, অ্যান অরেঞ্জ ফ্রম জাফা, প্যারিস ৭০, রুম টেকেন।

সেরা সাউন্ড ব্যবহারের জন্য ১০টি চলচ্চিত্রকে বাছাই করা হয়েছে। সেগুলো হলো - অ্যালিয়েন: রোমুলাস, ব্লিটজ’, অ্যা কমপ্লিট আননোন, ডেডপুল এন্ড উলভেরিন, ডিউন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, গ্ল্যাডিয়েটর II, জোকার: ফোলি আ দ্যু, উইকেড, দ্য ওয়াইল্ড রোবট।

সর্বশেষ ভিজ্যুয়াল ইফেক্টস ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে সেরা ১০টি চলচ্চিত্র। সেগুলো হলো অ্যালিয়েন: রোমুলাস, বেটার ম্যান, সিভিল ওয়্যার, ডেডপুল এন্ড উলভেরিন, ডিউন: পার্ট টু, গ্ল্যাডিয়েটর II, কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, মুফাসা: দ্য লায়ন কিং, টুইস্টার্স, উইকেড।

খুব শিগগিরই অন্যান্য বিভাগ ও চূড়ান্ত মনোনীতদের নাম প্রকাশ করবে একাডেমি অ্যাওয়ার্ডওস কর্তৃপক্ষ। তালিকা ধরে মনোনয়নের জন্য ভোট গ্রহণ হবে ২০২৫ সালের ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। অফিশিয়াল মনোনীতদের নাম ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে ২ মার্চ।



  
  সর্বশেষ
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com