মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড   * বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের   * পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে সাগরে প্রাণ গেল চবি শিক্ষার্থীর, দুইজন নিখোঁজ   * খুলনায় চাঁদাবাজির অডিও ফাঁস, শোকজ দুই বৈষম্যবিরোধী নেতা   * যশোরে রেস্ট হাউস কাণ্ড: স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম হাসান সনি বহিষ্কার   * ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন বাস্তবায়নের দাবিতে খুলনায় স্মারকলিপি   * যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, বাসচাপায় নিহত পথচারী   * সাংবাদিক শামিম আহমদ আর নেই, ডিআরইউর সাবেক সভাপতির মৃত্যুতে শোক   * খুলনায় বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ, নজরুল ইসলাম মঞ্জু আলোচনায়   * ফরিদপুর- ভাংগা- বরিশাল মহাসড়কে পিচের বদলে ইটের সলিং  

   অপরাধ-দূর্নীতি
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে এমপির স্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন : টিআইবি
  Date : 04-02-2024
Share Button


অনলাইন ডেস্ক
বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক হওয়া মেয়েকে প্রভাব খাটিয়ে বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্যের স্ত্রীর ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়ে টিআইবি ঘটনাটিকে জনপ্রতিনিধি এবং তাদের স্বজনদের ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিকীকরণের নিয়মিত উদাহরণ হিসেবে দাবি করেছে। গত শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বগুড়ার বিভিন্ন কেন্দ্র থেকে ১৯ জনকে পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ সময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্যের স্ত্রী ডিবি কার্যালয়ে যান এবং ক্ষমতা খাটিয়ে তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যান। বিষয়টিকে ক্ষমতার অপব্যবহারের চরম হতাশাজনক দৃষ্টান্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ক্ষমতাকাঠামোর সর্বস্তরে জনপ্রতিনিধি ও তাদের আত্মীয় স্বজনরা ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিকতায় পরিণত করে তোলার যে চেষ্টা করছেন- এটি তারই উদহারণ। আইন সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও এ ঘটনা প্রমাণ করে দেশে ক্ষমতাশালীরা চাইলেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন, কেননা একই মামলায় আটক অন্য অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে। ড. জামান বলেন, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি প্রথম অপরাধ। এরপর অভিযুক্তকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন করে অভিযুক্ত মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদ সদস্যের স্ত্রী একদিকে যেমন পরীক্ষায় জালিয়াতি করাকে অন্যায় সমর্থন যুগিয়েছেন তেমনি প্রভাব বিস্তারের মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় সমানভাবে অপরাধী। অন্যদিকে, সংসদ সদস্যের স্ত্রীর হস্তক্ষেপ মেনে নিয়ে আইন বহির্ভূতভাবে প্রতারণার অভিযোগে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার সাথে জড়িতরাও একই মাত্রায় আইন লঙ্ঘন করেছেন। তাই এ ঘটনার সাথে জড়িত সকলকে জবাবদিহিতার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ জনপ্রতিনিধি ও তাদের আত্মীয় স্বজনদের ক্ষমতার অপব্যবহার রোধে সংসদ সদস্য আচরণ আইন প্রণয়ণের দাবি জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সংসদের অভ্যন্তরে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কার্যপ্রণালি বিধিতে সুস্পষ্ট বিধি বিধান থাকলেও সংসদের বাইরে তাদের সংযত আচরণ নিশ্চিত ও ক্ষমতার অপব্যবহার রোধে কোনো আইন নেই। ২০১০ সালের ১৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ১৫টি ধারা সম্বলিত একটি বেসরকারি বিল সংসদে উত্থাপন করেছিলেন। নাগরিক সমাজ থেকে বারবার আহ্বান জানানো হলেও, দুর্ভাগ্যজনকভাবে বিলটি পাসের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট অংশীজনের পরামর্শ ও পর্যালোচনার মাধ্যমে সংসদ সদস্য আচরণ বিলটি অবিলম্বে জাতীয় সংসদে পুনরায় উত্থাপন ও আইন হিসেবে পাস করার দাবি জানাচ্ছে টিআইবি।

 



  
  সর্বশেষ
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে সাগরে প্রাণ গেল চবি শিক্ষার্থীর, দুইজন নিখোঁজ
খুলনায় চাঁদাবাজির অডিও ফাঁস, শোকজ দুই বৈষম্যবিরোধী নেতা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com