রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সংগীত শিল্পীর মাদকের কারবার!   * সর্বাঙ্গের ব্যথায়,মলম দিবে কোথায়,গ্যাড়াকল চালকদের সম্পদের লোমহর্ষক ঘটা,তবু থামেনি রক্তচোষা   * সাবেক আইজি বেনজীরের দুর্নীতি অনুসন্ধানে রিট   * গত ১৫ বছরে দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের   * গাজা উপত্যকায় এক গণকবরেই ৩০০ লাশ   * মিয়ানমার নৌবাহিনীর এলোপাতাড়ি গুলি, ২ বাংলাদেশি গুলিবিদ্ধ   * খিলগাঁয়ে ট্রেন দূর্ঘটনায় অধ্যাপক আনু মুহাম্মদ   * বোটক্লাব কান্ডে পরীমণির বাট খাচ্ছে !   * মালিকদের লুটপাটে বেসরকারি অনেক ব্যাংক ধ্বংসের মুখে   * গুলশানের বারের সামনে হাতাহাতিতে তিন নারী গ্রেফতার  

   রাজনীতি
কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক
  Date : 22-12-2023
Share Button

সুষেন সূত্রধর মুন্না নারায়ণগঞ্জ থেকেঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের নৌকা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। কাঁচপুর ৪নং ওয়ার্ড সোনাপুর, ৫নং ওয়ার্ড পশ্চিম বেহাকৈর ও ৬ ওয়ার্ডের পূর্ব বেহাকৈর বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন এবং এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এ সময় উঠান বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে আওয়ামী লীগ মননীত প্রার্থী আদ্বুল্লাহ আল কায়সার হাসনাথ।
কাঁচপুর ও বেহকৈর বাসির উদ্যোগে বক্তব্যের শুরুতে বলেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ব্যপক উন্নয়ণ হয়েছে সমস্ত বাংলাদেশে।২০০৮ সালে প্রথম নির্বাচিত হয়ে আমি আমার সর্বচ্চো মেধা দিয়ে সোনারগাও বাসির জন্য উন্নয়ণ করেছি। কিন্তু বিগত দশ বছরে সোনারগাঁয়ের তেমন কোন উন্নয়ণ চোখে পরে না। এ সময় উল্যেখ করে বলেন সোনারগাঁয়ের পাশের উপজেলা আড়াইহাজার ও রুপগঞ্জ যে পরিমান উন্নয়ণ হয়েছে তার তুলনা মূলক বিন্দু মাত্র উন্নয়ণও যদি হইত তাহলে আজকে বেহাকৈর এর রাস্তার এমন বেহাল দশা হয় না। ভোটারদের উদ্যেশে করে বলেন আজ যদি নৌকার সাংসদ থাকত তাহলে রাস্তা ঘাটের এমন বেহাল দশা হতনা, সাধারন জনগন রাস্তার জন্য কষ্ট করতে হতো না, আওয়ামী নেতা কর্মিরা লাঞ্চিত হতো না। এ সময় বেহাকৈর মোট ৪১৭০ জন ভোটারদেরকে উদ্যে্শ্য করে বলেন ২০০৮ সালে একবার সুযোগ দিয়েছেন বলে আমি সাংসদ নির্বচিত হয়েছি, আপনাদের পাশে থাকতে পেরেছি।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করে নৌকা প্রতীক দিয়েছেন, আমি নৌকা প্রতিক নিয়ে আপনাদের কাছে আসছি আগামী ৭ জানুয়ারী বেহাকৈর এর ৪১৭০ জন ভোটার ভোট দিয়ে নৌকাকে জয়ী করবেন বলে আমি আপনাদের কাছে ভোট চাই।আর একবার সুযোগ দেন এবার নির্বাচিত হয়ে আমি কথা দিলাম স্বপথ গ্রহন করার সাথে সাথে আপনাদের বেহাকৈর এর রাস্তার কাজে প্রয়োজনীয় যত ধরনের ব্যবস্থা নিলে রাস্তা হবে আমি তাই করব বলে ওয়াদা করলাম। এসময় আরও বলেন আমি মনে করি সোনারগাঁওয়ের সকল জনগন আমার পরিবার আমার দায়িত্ব পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, নৌকা নির্বাচিত হলে সোনারগাওয়ের জনগনের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। কথা দিচ্ছি সোনারগাওয়ে কোন সন্ত্রাস, চাদাবাজ থাকবে না, সোনারগাঁওয়ের জনগনকে সাথে নিয়ে সকল ধরনের সন্ত্রাসীদের প্রতিহত করব।এসময় কাঁচপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংঘঠনের সকল নেতাদের নির্দেশ দেন কাঁচপুর ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে যেয়ে নৌকা মার্কার জন্য ভোট চাইবেন।আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। উক্ত উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠিন সম্পদক সোহাগ রনী, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ কোষাদক্ষ হাজী মাহাবুব খান, সাবেক জেলা পরিষদের সদস্য হাজী নূরে আলম খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম লিটন খাঁন, কাঁচপুর শিল্পাঞ্চল কমিটির শ্রমীকলীগ সভাপতি আব্দুল মান্নান মেম্বার, কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল হক মাস্টার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুব পারবেজ, সাধারন সম্পাদক সহিদুর রহমান সহিন, ইউনিয়ন সেচ্ছা সেবক লীগ নেতা মাসুদুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা মতিউর, যুবলীগ নেতা মনির হোসেন, যুবলীগ নেতা মোঃ জামান, যুবলীগ নেতা মোঃ হুমায়ুন ভূইয়া প্রমুখ।



  
  সর্বশেষ
সংগীত শিল্পীর মাদকের কারবার!
সেই শিশু পর্নোগ্রাফার টিপু এবার ডিবির জালে
সাবেক আইজি বেনজীরের দুর্নীতি অনুসন্ধানে রিট
সারাদেশে গরমে বিপর্যস্ত জনজীবন ঢাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে অসুস্থ, বয়স্ক ও শিশুরা ৩ দিনের হিট অ্যালার্ট

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com