শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি দিয়ে গাজীপুরের সংবাদকর্মী মন্ডলের উপর হামলা করেছে দুষ্কৃতিকারীরা । হামলাকারীরা তাকে এলোপাথাড়ী পিটিয়ে গুরুত্বর আহত করে। হামলার শিকার হওয়া এই গলমাধ্যমকর্মী দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক মো. রাতুল মন্ডল। সাংবাদিক মহল তার উপর এধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
তথ্যমতে, ৫ নভেম্বর রবিবার বেলা এগারোটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাবের-জোবায়ের স্পিনিং মিলের পাশে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। হামলার শিকার রাতুল মন্ডল সন্ধায় হামলাকারীদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলো উপজেলার এমসি বাজার এলাকার মো.নাজমুল হাসান শরিফ, মো. ইকবাল হোসেন বাবুল সহ নাম নাজানা ৩/৪জন। আহত সাংবাদিক রাতুল মন্ডল জানান, জাবের -জোবায়ের স্পিনিং মিলের পাশে এক যুবককে কেবা কাহার আটক করে রেখেছে এমন সংবাদ সেখানে পেশাগত দায়ীত্ব পালন করতে যান। স্থানীয় লোকদের নিকট থেকে তথ্য সংগ্রহ করার সময় অভিযুক্ত ইকবাল হোসেন বাবুল তার সহযোগীদের নিয়ে ওই সাংবাদিকের উপর তাৎক্ষণিক হামলা চালায়। তাকে টেনেহিঁছড়ে কিছুদূর নিয়ে যায়। পরে তার ছেলে নাজমুল হাসান শরিফের লোকজন তাকে বেধরক মারধর করে। এসময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন,পত্রিকার পরিচয় পত্র ছিনিয়ে নেয়। এক পর্যায়ে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে নাজমুল হাসান শরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক রাতুলের সাথে কথা কাটাকাটি হয়েছে। আমরা তাকে মারিনি। পেছন থেকে কেবা কাহারা মেরেছে সেটা বলতে পারব না। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মোঃ নাসিম জানান, সাংবাদিকের উপর হামলা বিষয়টি জেনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।