|
যারা সহিংসতা করবে তারাই আমেরিকার ভিসা নীতির মধ্যে পড়বে: সালমান এফ রহমান |
|
|
|
|
|
অনলাইন ডেস্ক
নির্বাচন নিয়ে যারাই সহিংসতা করবে তারাই আমেরিকার ভিসা নীতির মধ্যে পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, এই ভিসা নীতির ফলে দেশের ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। রাজধানী একটি হোটেলে নগর ও অঞ্চল পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক এক সম্মেলনে শনিবার (২৩ সেপ্টেম্বর) এসব কথা বলেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান বলেন, যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা দেবে তাদের জন্যই আমেরিকার ভিসা নীতি, এটা ভালো। কারণ সরকার বলছে সুষ্ঠু নির্বাচন করবে, আর বিরোধী দল বলছে, শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেবে না। যারা সহিংসতা করবে তারাই ভিসা নীতির মধ্যে পড়বে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ভিসা নীতি কারণে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।এদিকে আমেরিকার এই ভিসা নীতির প্রয়োগ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ভয় পাওয়ার কিছু নেই। এই নিষেধাজ্ঞায় অন্তত দেশের মানুষের জীবনগুলো বাঁচবে। এখন জামায়াত-বিএনপি আর জ্বালাও পোড়াও করতে পারবে না। এর আগে গতকাল শুক্রবার নির্বাচন সামনে রেখে একাধিক বাংলাদেশির ওপর এই ভিসা নীতি প্রয়োগ শুরু হয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা নিষেধাজ্ঞার আওতায় যারা পড়েছেন, তাঁদের মধ্যে আছেন সরকার ও বিরোধী দলীয় রাজনীতিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|