|
সামনে অনেক বিপদ আছে জিএম কাদের, চেয়ারম্যান, জাতীয় পার্টি |
|
|
|
|
|
অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সামনে অনেক বিপদ আছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন কীভাবে ও কোন্্ পন্থায় হবে, সে বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি গতকাল দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দেশ চালাচ্ছে স্বৈরাচারী কায়দায়। দেশে কোনো মানুষের কথা বলার স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, বাকস্বাধীনতা ও মানবাধিকার নেই। সবক্ষেত্রে চলছে লুটপাট। মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। দেশে বড় বড় মেঘা প্রকল্প হচ্ছে। মেঘা প্রকল্প মানেই মেঘা দুর্নীতি। আগামী নির্বাচন আরেকটি মুক্তিযুদ্ধÑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে জিএম কাদের বলেন, আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের মধ্যেÑ আওয়ামী লীগ এটি দাবি করতে পারে না। কারণ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করছে আওয়ামী লীগ। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে বৈষম্য, বঞ্চনা, ভোটের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে এখন একটি সুবিধাভোগী গোষ্ঠীতে পরিণত হয়েছে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ্র সভাপতিত্বে ও পার্টির জেলা সদস্য সচিব মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আরেক কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, আলহাজ সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এমপি প্রমুখ
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|